মোদীর বিরোধিতায় ‘নীরব’ নবীনের সাথে মমতার জোট আলোচনা টেবিলেই ‘শেষ’

মোদীর (Narendra Modi) বিরেধিতায় ‘নীরব’ নবীন পট্টনায়ক (Nabin Pattnaik)। এমনই নেতার সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জোট বাঁধার বার্তা নিয়ে ওড়িশা সফরে

Mamata Banerjee and Naveen Patnaik in a discussion

মোদীর (Narendra Modi) বিরেধিতায় ‘নীরব’ নবীন পট্টনায়ক (Nabin Pattnaik)। এমনই নেতার সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জোট বাঁধার বার্তা নিয়ে ওড়িশা সফরে। তৃ়ণমূল কংগ্রেস নেত্রীর সাথে ওড়িশার মুখ্যমন্ত্রীর আলোচনা সীমাবদ্ধ থাকবে টেবিলেই এমনই গুঞ্জন রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের মধ্যে মমতার ওড়িশা সফর নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

কলকাতা থেকে পুরী গিয়ে মমতা পুজো দিয়েছেন জগন্নাথ মন্দিরে। পুরী থেকে ভুবনেশ্বর গিয়ে তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সাথে বৈঠক করবেন। সফরসূচি নির্দিষ্ট। তবে মমতার সাথে নবীনের জোট পরিকল্পনা অনির্দিষ্ট বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের অভিমত, নবীন পট্টনায়ক কোনওদিনই কেন্দ্রের মোদী সরকারকে চটাতে রাজি নন। তিনি এনডিএ ছাড়লেও বিজেপি বা মোদী বিরোধী কোনও টুঁ শব্দটি করেননা।

ওড়িশার রাজনীতিতে ক্ষমতাশীন বিজেডি ও বিরোধী বিজেপি। লোকসভার ভোটে বিজেপি সাংসদের ভোট দিয়ে যেমন নির্বাচিত করেন ওড়িশাবাসী তেমনই বিধানসভা ভোটে নবীন পট্টনায়কের দল বিজেডিকে ভোট দেন তাঁর। এ রাজ্যে শঙ্খ বনাম পদ্মের মিষ্টি মধুর খেলা চলে বলে রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে বারবার।

আসন্ন লোকসভা নির্বাচনের আগে অ-কংগ্রেসি, অ-বিজেপি জোটের উদ্যোগ নিয়ে বারবার হোঁচট খাচ্ছেন তৃ়ণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি আ়ঞ্চলিক জোট গঠনে মরিয়া। এ বিষয়ে তাঁর পাশে আছে উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি। দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব কলকাতায় এসে মমতার সাথে দেখা করেছেন। জানা যাচ্ছে দিল্লি ও পাঞ্জাবে ক্ষমতাসীন আম আদমি পার্টির সাথে তৃ়ণমূল জোট করবে। দলনেতা অরবিন্দ কেজরিওয়ালের সাথে খুব দ্রুত বৈঠক করবেন মমতা।