Shubman Gill: নেটে ঝড় তুললেও তৃতীয় টেস্টে জায়গা পাওয়া নিয়ে সংশয় শুভমনের

93
Shubman Gill
Advertisements

আগামীকাল, বুধবার অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলতে নামছে ভারত। তার ঠিক আগেই ভারতীয় একাদশ নিয়ে আলোচনা শুরু হয়েছে সমস্ত মহলেই। গত দুই টেস্টে খারাপ পারফরম্যান্সের পর কেএল রাহুলকে খেলানো নিয়ে আরও একবার প্রশ্ন উঠতে শুরু করেছে। আবার অনেকে চাইছেন কেএল রাহুলের পরিবর্তে শুভমন গিলকে (Shubman Gill) ফেরাক বোর্ড। বিশ্বকাপের আগে বড় ম্যাচে শুভমনের তৈরি হওয়া জরুরী। এরই মধ্যে মঙ্গলবার নেটে আগুন ঝড়ালেন শুভমন।

চলতি বছরের শুরুতেই রোহিতের সঙ্গে জুটি বেঁধে চমক দেখিয়েছেন শুভমন গিল। তাই তাঁকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। মঙ্গলবার নেট প্র্যাক্টিসে রোহিতের সঙ্গে শুভমনের ব্যাটিং নিয়ে আবারও গুঞ্জন শুরু হয়েছে। এই মুহুর্তে ক্রিকেট বিশেষজ্ঞ ভাগ হয়েছেন দুই ভাগে। এক পক্ষ চাইছেন কেএল রাহুল দলের জায়গা পাক। অন্য পক্ষ চাইছেন শুভমনকে এবার সুযোগ দেওয়ার সময় এসে গেছে।

Advertisements

এই মুহুর্তে শুভমনের পক্ষে সরব হয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবী শাস্ত্রী। তিনি জানিয়েছেন, এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সময় এসে গেছে, যেখানে তাঁরা শুভমনের ওপর একবার ভরসা করুক। একই সঙ্গে তাঁর বক্তব্য, শুভমন ক্রিজে রান পাক আর না পাক, কিন্তু তাঁর ধারাবাহিকতার নিরিখে সুযোগ পাওয়া উচিত।

Advertisements

উল্লেখ্য, চলতি বর্ডার গাভাস্কার ট্রফির নাগপুর এবং দিল্লির ম্যাচে সুপার ফ্লপ কেএল রাহুল। এর ওপরে তাঁকে ভাইস ক্যাপ্টেনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে কী প্রথম একাদশে জায়গা পাবেন শুভমন? এই প্রশ্ন উঠছে ক্রমাগত। যদিও এবিষয়ে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, একজন ক্রিকেটার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় তাঁকে পর্যাপ্ত সময় দেওয়া দরকার।

সহ অধিনায়ক হলেই যে তাঁকে খেলাতে হবে এর কোনও বাধ্যবাধকতা নেই। তাই বলে কে এল রাহুলকে সময় দেব না, এটাও সত্য নয়। অন্যদিকে শুভমনও অনুশীলন করছে। তবে তৃতীয় টেস্টে আমার সঙ্গে কে ওপেন করবে সেটা এখনই বলতে চাই না। কারণ ম্যাচ শুরু হওয়ার আগেই কেউ চোট পেতে পারে। তাই ম্যাচের দিন সকালে টসের সময় আপনাদের ওপেনারের নাম জানিয়ে দেব। কোনও সারপ্রাইজ থাকতেই পারে।

Advertisements