Mohun Bagan: যুবভারতী তাতাবে বাগানকে, চিন্তায় রাখবে ওড়িশা এফসিকে

কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়। যুবভারতী ক্রীড়াঙ্গনে চলতি মরসুমে একাধিকবার বড় ব্যবধানে জিতেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ওড়িশা এফসির বিরুদ্ধে মোহনবাগানকে জিততে দুই গোলের…

Mohun Bagan fan in salt lake

কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়। যুবভারতী ক্রীড়াঙ্গনে চলতি মরসুমে একাধিকবার বড় ব্যবধানে জিতেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ওড়িশা এফসির বিরুদ্ধে মোহনবাগানকে জিততে দুই গোলের ব্যবধানে।

কলিঙ্গ স্টেডিয়ামে প্রত্যাশা মতো ফলাফল অর্জন করতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট। ২-১ গোলে জিতেছিল ওড়িশা এফসি। আপাতত এক গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে মোহনবাগান। ফাইনালে যেতে হলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে জোড়া গোলের ব্যবধানে জিততে হবে দলকে।

   

চলতি মরসুমে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টের রেকর্ড বেশ ভালো। এবারের সিজনে ঘরের মাঠে সবুজ মেরুন শিবির জিতেছে ছ’টি ম্যাচে, দু’টিতে ড্র করেছে। বেশ কিছু ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে দল। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৪ গোল দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (৪-২)। জামশেদপুর এফসি, পাঞ্জাব এফসির বিরুদ্ধে সবুজ মেরুন ব্রিগেড জিতেছে যথাক্রমে ৩-০ ও ৩-১ গোলে।

অন্য দিনে ওড়িশা এফসি অ্যাওয়ে ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি সব সময়। ১১টি অ্যাওয়ে ম্যাচের অধ্যে মাত্র ৩টিতে জিতেছে সের্জিও লোবেরার দল। ড্র করেছে তিনটি ম্যাচে, পরাজিত হয়েছে ৫ টি অ্যাওয়ে ম্যাচে। বাইরের মাঠে ১৪টি গোল হজম করেছে ওড়িশা এফসি, দিতে পেরেছে মাত্র ১২ টি গোল।