লাঞ্চের আগে চমক দেখাচ্ছিলেন ভারতের কিংবদন্তি অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এবার অশ্বিনের সাথে লাঞ্চের পর বল হাতে নিজের প্রতিভা দেখতে শুরু করলেন ওয়াশিংটন সুন্দর। চলতি ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টে এই দুই স্পিনারের দাপটেই ধীরে ধীরে চালকের আসনে ফিরছে ভারত। পুনে টেস্টের প্রথম সেশনে বল হাতে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন তারকা বোলার অশ্বিন; যাঁর মধ্যে ছিল ক্রমশ ভয়ঙ্কর হতে থাকা ডেভন কনওয়ের মূল্যবান উইকেট। এরপর দ্বিতীয় সেশনে (IND vs NZ 2nd Test Day 1 Live Updates) বল হাতে নেমেই ৭ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর। যাঁর মধ্যে রয়েছে প্রতিভাবান ব্যাটার রচিন রবীন্দ্রর উইকেটও।
বেঙ্গালুরুর টেস্ট ম্যাচে ৮ উইকেটে হারের পর, ভারতীয় দলের জন্য তিনটি বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেন কোচ গৌতম গম্ভীর। প্রথম টেস্টে অসুস্থ হয়ে পড়া শুভমান গিলকে ফেরত নিয়ে আসা হয়, পাশাপাশি আকাশ দীপ এবং ওয়াশিংটন সুন্দরকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাদ পড়েন কে এল রাহুল, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব। তবে দলের এই পরিবর্তনে আখেরে লাভই হয়েছে ভারতের। প্রথম টেস্টে কুলদীপকে নেওয়া হলেও হাত ঘুরিয়ে সেভাবে সাফল্য পাননি ভারতের চায়নাম্যান বোলার। তাঁর জায়গায় ১৩২৯ দিন পর জাতীয় দলে ফিরেই গুরুত্বপূর্ণ সময়ে দলের হয়ে পাঁচটি উইকেট নিলেন সুন্দর।
ভারতের পর দক্ষিণ আফ্রিকার কাছেও মিরপুরে বধ হলেন টাইগার্সরা
ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) শেষবার ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন। তারপর কেটে গেছে প্রায় সাড়ে তিন বছর। সাদা বলের ক্রিকেটে একপ্রকার নিয়মিত হলেও লাল বলের ক্রিকেট খেলতে আর দেখা যায়নি তাঁকে। অবশেষে তিনি পুণের টেস্টে ফিরে এসে অশ্বিনের পাশাপাশি নিজেকে মেলে ধরলেন সুন্দর। এদিন একটি দুর্দান্ত অফ স্পিনের সাহায্যে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রচিন রাভিন্দ্রকে (৬৫) আউট করেন। এটি ছিল তার ১৩২৯ দিন পর প্রথম টেস্ট উইকেট। সুন্দর রাভিন্দ্রকে ৬৫ রানে ফিরিয়ে এনে পরে টম ব্লান্ডেলকেও আউট করেন।
এছাড়াও গ্লেন ফিলিপ্স ( ৯), স্যান্টনার (৩৩),টিম সাউদি (৫), এজাজ প্যাটেল (৪) সকলেই সুন্দরের ‘সুন্দর’ স্পিন ঘূর্ণির শিকার। তবে সুন্দর- অশ্বিন ছাড়া এদিন আর কোনো ভারতীয় বোলাররা সেভাবে দাগ কাটতে পারেননি। দুই তামিল বোলারের দাপটেই মাত্র ২৫৯ রানে শেষ হয়ে গিয়েছে নিউজিল্যান্ডের ইনিংস।
পুনে টেস্টে লায়ন-আন্ডারসনকে ছাপিয়ে বিশ্বরেকর্ড গড়লেন অশ্বিন
বেঙ্গালুরুর টেস্টে হারের পর, ভারতীয় দলের লক্ষ্য এখন এই ম্যাচে জয়লাভ করে সিরিজ সমতা করা। প্রথম দিনের দুই সেশনে স্পিন বোলারদের আধিপত্য ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রসঙ্গত উল্লেখ্য যে পুনের উইকেট বুঝে ম্যাট হেনরির বদলে মিচেল স্যান্টনারকে দলে যুক্ত করেছে নিউজিল্যাণ্ড। অর্থাৎ এজাজ প্যাটেলের সাথে স্পিন অস্ত্রে ধার দিতে আরও এক বিশেষজ্ঞ স্পিনার খেলতে চান তাঁরা। এখন দেখার বিষয় হল, ভারতীয় দল এই টেস্ট ম্যাচে (IND vs NZ 2nd Test Day 1 Live Updates) তাদের আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে জয়লাভ করতে পারে কিনা এবং সিরিজ সমতায় নিয়ে আসতে পারে কিনা।