আইএসএলের পক্ষে দরাজ সার্টিফিকেট পেলেন বিশাল কায়েথ

একের প‍র এক দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার মধ্যে দিয়ে সমর্থকদের নয়ণমনি হয়ে উঠেছেন বিশাল কায়েথ (Vishal Kaith)। চলতি মরসুমে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) তিন কাটির…

Vishal Kaith

একের প‍র এক দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার মধ্যে দিয়ে সমর্থকদের নয়ণমনি হয়ে উঠেছেন বিশাল কায়েথ (Vishal Kaith)। চলতি মরসুমে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) তিন কাটির তলায় দুর্দান্ত পারফরম্যান্স দিচ্ছেন বিশাল।

প্রায় প্রতি ম‍্যাচে সবুজ মেরুন শিবিরের হয়ে দারুণ পারফরম্যান্স দিয়ে চলেছেন বিশাল কায়েথ।তার ধারাবাহিকতা চোখ ধাঁধানো।একের পর এক দু্র্দান্ত সেভ দিয়ে সমর্থকদের নজর কাড়ছেন তিনি।

চলতি মরসুমের ইন্ডিয়ান সুপার লিগের সেরা গোলকিপারদের তালিকায় নাম আছে বিশাল কায়েথের।গত সপ্তাহে আইএসএলের সপ্তাহ সেরা প্রথম একাদশে গোলকিপার পজিশনে স্থান করে নিয়েছেন বিশাল কায়েথ।তার পারফরম্যান্সের বিচারে আইএসএলের এই সিদ্ধান্ত কোনও অবাক করার মতো বিষয় নয়।

ইন্ডিয়ান সুপার লিগের নবম সংস্করণে সেরা গোলকিপার হিসেবে গোল্ডেন গ্লাভস পাওয়ার বিচারে অনেকটা এগিয়ে বিশাল কায়েথ।বিশালের পারফরম্যান্স দেখে নিঃসন্দেহে বলা চলে চলতি মরসুমে আইএসএলের সোনার গ্লাভস পাওয়ার অন‍্যতম দাবীদার বিশাল।

একদিকে যখন একের পর দুরন্ত সেভ দিয়ে ফেরান্দো কে নির্ভরতা দিচ্ছে বিশাল।তেমনই এটিকে মোহনবাগান কোচ এখন চিন্তায় আছে তার দলের গোল করার লোক নিয়ে।শোনা যাচ্ছে দলের গোলের খড়া কাটাতে অস্ট্রেলিয়ার কোনও আক্রমণ ভাগের ফুটবলার কে নেবে এটিকে মোহনবাগান,এমনটাই মনে করা হচ্ছে।ইতিমধ্যে এব‍্যাপারে কথাবার্তা এগিয়েছে জানা গেছে।ডিফেন্স পজিশনের ফুটবলার কনফার্ম থাকায় দলের গোলের খড়া কাটাতে অস্ট্রেলিয়ার কোনও আক্রমণ ভাগের ফুটবলার কে আনতে চায় সবুজ মেরুন শিবির।

এক্ষেত্রে ৩১ বছর বয়সী অস্ট্রেলিয়ার সেন্টার ফরোয়ার্ড মিচেল ডিউকের নাম শোনা যাচ্ছিলো।সদ‍্য সমাপ্ত কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন ডিউক।চার ম‍্যাচে একটা গোল করেছিলেন তিনি।বর্তমানে জে টু লিগের একটি ক্লাবে খেলছেন।তার চুক্তি ৩১ জানুয়ারি,২০২৩ সাল অবধি।সব কিছু ঠিকঠাক থাকলে ডিউক’কে সবুজ মেরুন জার্সি গায়ে খেলতে দেখার সম্ভাবনা প্রবল।