চলতি আইলিগে (I-League) বড়সড় শাস্তি পেল সুদেবা দিল্লি এফসি (Sudeva Delhi FC)। মুম্বই কেঁকরে এফসির বিরুদ্ধে ম্যাচে অবাঞ্চিত খেলোয়াড় খেলানোর অভিযোগ এসেছে সুদেবার বিরুদ্ধে। আর সেই কারণে সুদেবার উপর ৬০ হাজার টাকার জরিমানা বসিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি।
এই নিয়ে এক বিবৃতিতে ফেডারেশনের কমিটি জানিয়েছে, “সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির তরফ থেকে সুদেবা দিল্লিকে ৬০ হাজার টাকার জরিমানার শাস্তি দেওয়া হয়েছে। সুদেবা চলতি আইলিগ ২০২২-২৩ নিয়মাবলীর একাধিক আইন লঙ্ঘন করেছে, যেখানে তারা ম্যাচ চলাকালীন এক অবাঞ্ছিত খেলোয়াড়কে খেলিয়েছে, আর এটি ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কোডের ৫৭ নং ধারা অনুযায়ী শাস্তিযোগ্য।”
ম্যাচের ৭৬তম মিনিটে, সুদেবা নিজেদের এশীয় ফুটবলার তেতসুকি মিসাওয়ার পরিবর্তে আনে ঘানার আইস্যাক এসেল কোয়ামেকে। এবং ম্যাচের শেষ অবধি চার বিদেশী নিয়ে সুদেবা খেললেও, সেখানে কোনও বিদেশী ছিল না।
এবং এই অপরাধের জেরে, সুদেবার তরফ থেকে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ। আর সেই কারণে এই ম্যাচে কেঁকরে ৩-০ ফলে জয় পেল। যদিও ম্যাচে কেঁকরে ২-১ ফলে হারিয়েছিল সুদেবাকে।