ক্যালকাটা এফসিকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে লিগ শুরু মহামেডানের

গত বছর সকলকে চমকে দিয়ে কলকাতা লিগ জয় করেছিল ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সেই ধারা বজায় রেখেই এবারের এই মরশুম শুরু করার ভাবনা ছিল রেড রোডের এই ক্লাবের।

Mohammedan SC Calcutta FC

গত বছর সকলকে চমকে দিয়ে কলকাতা লিগ জয় করেছিল ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সেই ধারা বজায় রেখেই এবারের এই মরশুম শুরু করার ভাবনা ছিল রেড রোডের এই ক্লাবের। যেমন ভাবনা তেমন কাজ। আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেমে ক্যালকাটা এফসি কে ৭-০ গোলে উড়িয়ে দিল মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। অর্থাৎ যেখানে শেষ করেছিল, এবার সেখান থেকেই শুরু করল মহামেডান। দলের হয়ে হ্যাট্রিক করেন বেনেস্টন ব্যারেটো ও ডেভিড লালানসাংগা। একটি মাত্র গোল করেন বিকাশ।

আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট চনমনে ছিল ময়দানের এই সাদা-কালো ব্রিগেড। তাছাড়া ঘরের মাঠে ম্যাচ থাকায় খেলোয়াড়দের মনোবল যে কয়েকগুণ বাড়বে সেটাই স্বাভাবিক। যারফলে, খেলা শুরু হওয়ার পর থেকেই যথেষ্ট সক্রিয় থেকেছে দলের ফুটবলাররা। বারংবার আক্রমণ শানিয়ে প্রথম থেকেই প্রতিপক্ষের ডিফেন্সে ফাঁটল ধরানোর চেষ্টা করতে থাকে মহামেডান। ম্যাচের ঠিক ১৬ মিনিটের মাথায় ডেভিডের করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মহামেডান দল।

তারপর যত সময় গিয়েছে আক্রমণের ঝাঁঝ আরও বেড়েছে। এরফলে কিছুটা সময় পরিস্থিতি সামাল দেওয়া গেলেও ৩৯ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে বসেন সেই ডেভিড। তারপর প্রথমার্ধের শেষে একেবারে অতিরিক্ত সময়ে এসে নিজের প্রথম গোল করেন বিকাশ। যারফলে হাফ টাইমে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং ক্লাব।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে ক্যালকাটা ক্লাব। তবে তাদের প্রচেষ্টা ধোপে টেকেনি। খেলার ৬২ মিনিটের মাথায় নিজের প্রথম গোলটি তুলে নেন বেনেস্টন। তার ঠিক ৭২ মিনিটের মাথায় প্রতিপক্ষের ডিফেন্স কে পরাজিত করে বল জালে জড়িয়ে দিয়ে আসেন ডেভিড।

যারফলে, প্রথম ম্যাচেই হ্যাট্রিক করে ফেলেন এই তারকা ফুটবলার। সেই ঘোর কাঁটতে না কাঁটতেই ২ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন বেনেস্টন। তারপর ৭৪ মিনিটের মাথায় তৃতীয় গোল করে তিনিও নিজের হ্যাট্রিক সম্পন্ন করেন। নির্ধারিত সময়ের শেষে ৭-০ গোলে জয় তুলে নেয় মহামেডান স্পোর্টিং ক্লাব।