Nongdamba Naorem: ‘মেসির মতো’ গোলটাই কি হল ম্যাচের টার্নিং পয়েন্ট

বাঁধিয়ে রাখার মতো গোল। কেরিয়ারের সেরা গোল করলেন Nongdamba Naorem। প্রতিপক্ষের বক্সে ঢুকে একের পর এক ফুটবলারকে কাটিয়ে ঠাণ্ডা মাথায় বল জড়ালেন জালে

nongdamba naorem

বাঁধিয়ে রাখার মতো গোল। কেরিয়ারের সেরা গোল করলেন Nongdamba Naorem। প্রতিপক্ষের বক্সে ঢুকে একের পর এক ফুটবলারকে কাটিয়ে ঠাণ্ডা মাথায় বল জড়ালেন জালে। উচ্ছ্বাসে ফেটে পড়ল গোটা মাঠ।

টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল মোহন বাগান সুপার জায়ান্ট। জমাট বাঁধছিল না খেলা। এবারের কলকাতা ফুটবল লীগে (Calcutta Football League) এটি মোহন বাগান সুপার জায়ান্টের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে দল করেছিল তিন গোল, পেয়েছিল তিন পয়েন্ট। দ্বিতীয় ম্যাচের শুরুতে হারের ভ্রূকুটি। ম্যাচের মোড় ঘোরালেন Nongdamba Naorem। কি গোলটাই না করলেন তিনি!

মোহনবাগান তখন ০-১ গোল পিছিয়ে। ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছিল দল। ম্যাচের বয়স তখন প্রায় ২৪ মিনিট। বাম প্রান্তে বল পেয়ে গিয়েছিলেন নাওরেম। এরপর ক্রমে টালিগঞ্জ অগ্রগামী দলের একের পর এই ফুটবলারকে কাটিয়ে অনবদ্য গোল করলেন তিনি, সমতায় ফেরালেন সবুজ মেরুন ব্রিগেডকে। একজন ধারাভাষ্যকার বলেই দিলেন, “মেসির ভঙ্গিতে গোল…”। অন্য ধারাভাষ্যকার নাওরেমের এই গোল সম্পর্কে বলেলন, “দেখুন তিনজন খেলোয়াড় ছিলেন। তিনজন খেলোয়াড়কে বিভ্রান্ত করে আউট সাইড, ইন সাইড এবং দেহের দোলায় একেবারে বেসামাল করে দিয়ে ডান পায়ের ইনস্টেপ ব্যবহার করে গোলটা করেছেন।”

০-১ গোলে পিছিয়ে থাকার পর টালিগঞ্জের বিরুদ্ধে ৫-১ গোল এদিনের ম্যাচ জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। নাওরেম ও সুহেল একটি করে গোল করেছেন, হ্যাটট্রিক করেছেন হামতে।