
অভিষেকে যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত সেঞ্চুরি এবং অভিজ্ঞ স্পিনার আর. অশ্বিনের ১২টি উইকেটের সাহায্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে এক ইনিংস এবং ১৪১ রান জিতেছে ভারতীয় দল। জয়সওয়াল এবং অশ্বিন যখন একের পর এক রেকর্ড ভাঙছেন, ওদিকে অন্যান্য রেকর্ডের ধ্বংসলীলা চালিয়ে গেছেন বিরাট কোহলিও। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে ছাড়িয়ে এখন শচীন টেন্ডুলকারকে ধরে ফেলার জো বিরাট কোহলির।
ডমিনিকার ওই কঠিন পিচে ৭৬ রৃনের অত্যন্ত ধৈর্যশীল একটি ইনিংস খেলেন কোহলি। ভারত ম্যাচ জেতে। ফলে, এই নিয়ে ভারতের হয়ে ২৯৬ টি ম্যাচ জিতলেন কোহলি। ছাড়িয়ে গেলেন ধোনিকে (২৯৫)। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় হিসেব সর্বাধিক জয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি। আর মাত্র ১২টি জয়ের অংশীদার হলেই ভেঙে দেবেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড (৩০৭)।
ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টেস্টে সর্বাধিক জয়ের নজির রয়েছে:
শচীন টেন্ডুলকার – ৩০৭
বিরাট কোহলি – ২৯৬*
এমএস ধোনি – ২৯৫
রোহিত শর্মা – ২৭৭*
যুবরাজ সিং – ২২৭
রাহুল দ্রাবিড় – ২১৬










