যমুনার পর এবার বিপদসীমা পেরোল গঙ্গা! উত্তরাখণ্ডে জারি হাই অ্যালার্ট

রবিবার (১৬ জুলাই) প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডে (Uttarakhand)। এই পরিমাণ বৃষ্টির ফলে উত্তরাখণ্ডে নেমেছে ধস। ভয়াবহ পরিস্থিতি উত্তর ভারতের এই রাজ্যে। গঙ্গা (Ganga) নদী…

রবিবার (১৬ জুলাই) প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডে (Uttarakhand)। এই পরিমাণ বৃষ্টির ফলে উত্তরাখণ্ডে নেমেছে ধস। ভয়াবহ পরিস্থিতি উত্তর ভারতের এই রাজ্যে। গঙ্গা (Ganga) নদী উত্তরাখণ্ডের দেভপ্রয়াগে বিপদসীমা অতিক্রান্ত করেছে। অপর দিকে অলকানন্দা নদীতে অবস্থিত বাঁধ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ায় হরিদ্বারেও বিপদসীমার উর্ধ্বে।

আইএমডি (IMD) বা ইন্ডিয়ান মিটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট (Indian Meteorological Department) থেকে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তর প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। সোমবার দেরাদুন মিটিওরলজিক্যাল সেন্টার থেকে উত্তরাখন্ডের ১৩ টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে। এইসব জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।

উত্তরখাণ্ডের একাধিক জেলায় রবিবার অতি ভারী বৃষ্টির ফলে বহু জায়গার নেমেছে ধস (landslide)। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগের রাস্তা। জোশমিমঠ-মালারি (Joshimath-Malari) রাস্তায় একটি জায়গা একইভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। চামোলি অঞ্চলের জোশিমঠের নিতি ঘাটিতে ফ্লোটসাম এবং জেটসাম এবং প্রচুর পরিমাণে জল প্রবাহের কারণে গির্থি গঙ্গা প্রবাহিত হচ্ছে।

সম্প্রতি ফুলে-ফেঁপে উঠেছিল যমুনা নদী (Yamuna river)। প্রায় ২০৮.৬৬ মিটারের উচ্চতা ছুঁয়েছিল। তবে শনিবার সকাল থেকে শান্ত হয়েছে নদী, জলস্তর নামতে শুরু হয়েছে। দিল্লিতে পরিস্থিতি স্বাভাবিকের পথে। এর মধ্যেই চক্রান্তের গন্ধ পাচ্ছে আপ আদমি পার্টি। ইচ্ছে করে দিল্লির দিকে জল ঠেলে দেওয়া হচ্ছে হরিয়ানার হথনিকুন্ড ব্যারেজ থেকে। এমনটাই অভিযোগ এনেছে আপ।

দিল্লির (Delhi Floods) পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে এই ঘটনা উসকে দেউ ৪৫ বছর আগের স্মৃতি। ‘উঠা লে ভাই! পানি পিলা…’ ৪৫ বছর আগে জলবন্দি দিল্লিতে খাওয়ার জল পেতে কালঘাম ছুটেছিল। চারদিকে জল আর জল। অথচ পানীয়যোগ্য নয়। ১৯৭৮ সালের সেই পরিস্থিতি দিল্লির প্রবীণরা মনে করতে পারেন। তবে সমকালীন প্রজন্ম শুনেই এসেছিল বা জানাই ছিল না। এবার তাদের সামনে ফের জলবন্দি পরিস্থিতি। খাওয়ার জল নেই! ১৯৭৮-২০২৩ এই সাড়ে চার দশকে দিল্লির দরজায় বেশকয়েকবার যমুনার জল ধাক্কা মারলেও এমন পরিস্থিতি হয়নি। ফিরে এসেছে সেই স্মৃতি। পুরোনো দেশি বিদেশি সংবাদপত্রে ধরা দিল্লির সেই বন্যার ছবি আর আজকের পরিস্থিতি একই।