East Bengal: ধর্মঘটের জেরে দুশ্চিন্তায় ইস্টবেঙ্গল সমর্থকরা

ব্যারাকপুরের পরিস্থিতি উত্তপ্ত। বিপর্যস্ত রেল ব্যবস্থা। এদিকে আজই রয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) খেলা। এই পরিস্থিতিতে অনেকের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। কারণ ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে নৈহাটি স্টেডিয়ামে।

East Bengal Club's Women's Team posing for a photograph

ব্যারাকপুরের পরিস্থিতি উত্তপ্ত। বিপর্যস্ত রেল ব্যবস্থা। এদিকে আজই রয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) খেলা। এই পরিস্থিতিতে অনেকের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। কারণ ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে নৈহাটি স্টেডিয়ামে।

মোহন বাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের ঘরের মাঠে খেলা শুরু করলেও ইস্টবেঙ্গল এখনও নিজেদের টেন্টের মাঠে কিক অফ করেনি। যার ফলে কলকাতার বাইরে মাঠে কলকাতা ফুটবল লীগ খেলতে যেতে হচ্ছে দলকে। এদিনের ম্যাচ রয়েছে নৈহাটি স্টেডিয়ামে। কলকাতা থেকে নৈহাটি যাওয়া ফুটবলারদের জন্য যেমন সময় সাপেক্ষ, তেমনই সাধারণ বহু সমর্থকদের জন্যও অসুবিধার বিষয়। অনেকেই রেল পরিষেবার ওপর আস্থা রেখে রেখে কেটেছেন ইস্টবেঙ্গল বনাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যাচের টিকিট। কিন্তু ট্রেনই যদি না চলে?

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ইস্টবেঙ্গল সমর্থকদের অনেকেই চিন্তা প্রকাশ করছেন। কারণ রেল পথে অনেকেই হয়তো ব্যারাকপুর হয়ে নৈহাটি যাবেন। সপ্তাহের প্রথম দিনে রেল অবরোধের ঘটনায় বিঘ্নিত হয়েছে শিয়ালদহ থেকে রেল পরিষেবা।

ইস্টবেঙ্গলের আজকের ম্যাচ নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। খেলা শুরু হবে বিকেল সাড়ে ৩ টে থেকে। গত ম্যাচে রেনবোর বিরুদ্ধে ড্র করে পয়েন্ট হাতছাড়া করেছিল ইস্টবেঙ্গল। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট লাভ করতে চাইবে লাল হলুদ ব্রিগেড। খেলা সুষ্ঠুভাবে আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর আয়োজকরা। সেই সঙ্গে ব্যারাকপুরে পরিস্থিতি তপ্ত হলেও পরে সমস্যা নিরসন হবে বলে আশা করা যেতে পারে।