Virat Kohli : মাথার স্ক্যান করাতে চান কোহলি, কেন এমন বললেন তিনি

বর্তমানে আইপিএল নিয়ে ব্যস্ত বিরাট কোহলি (Virat Kohli)। এরই মধ্যে প্রকাশ্যে এল কোহলির এক ইচ্ছের কথা। যা শুনে কোহলি প্রেমীরা রীতিমতো চিন্তিত। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের…

Virat Kohli

বর্তমানে আইপিএল নিয়ে ব্যস্ত বিরাট কোহলি (Virat Kohli)। এরই মধ্যে প্রকাশ্যে এল কোহলির এক ইচ্ছের কথা। যা শুনে কোহলি প্রেমীরা রীতিমতো চিন্তিত। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষ থেকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োতে বিরাট কোহলি নিজের মাথা স্ক্যান করানোর কথা বলেছেন।

তবে চিন্তার কিছু নেই। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠেও নামবেন। আসলে মানসিক শক্তি কোথা থেকে আসে, সেই প্রশ্নের জবাবে মাথার স্ক্যান করানোর কথা বলেছেন ‘কিং কোহলি’। বিরাট যে পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত একথা প্রায় সবাই জানে। রোনাল্ডোর কাজের নৈতিকতা ও ফিটনেস সংক্রান্ত যাবতীয় বিষয়ের ওপর কোহলির দারুণ আগ্রহ রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফটোশুটের সময় কোহলির কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর প্রিয় অ্যাথলিটের নাম। কোহলি নাম নিয়েছিলেন রোনাল্ডোর কথা বলেছিলেন।

কোহলির কাছে এও জানতে চাওয়া হয়, একদিন ঘুম থেকে জেগে উঠে নিজেকে প্রিয় অ্যাথলিট হিসেবে দেখতে পান, তাহলে কী করবেন। উত্তরে কোহলি জানান, “আমি যদি রোনাল্ডো হিসেবে জেগে উঠি, তাহলে দ্রুত আমার মস্তিষ্কের স্ক্যান করাব। দেখতে চাইব এত মানসিক শক্তি কোথা থেকে আসে।”

ওই ভিডিয়োতে কোহলি নিজের স্মরণীয় ও খারাপ মুহূর্তের ঘটনার কথাও উল্লেখ করেছেন। তাঁর কাছে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ২০১৬ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। তাঁর কথায়, “রায়পুরে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আমরা লিগের শেষ ম্যাচ খেলেছিলাম। তারপর গুজরাট লায়ন্সের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ ছিল। জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে একসময় ২৯ রানে ৫ উইকেট হারিয়েছিলাম। স্টুয়ার্ট বিনিও পরে আউট হয়ে যায়। এবি ডিভিলিয়ার্স ও ইকবাল আব্দুল্লা জুটি আমাদের ম্যাচ জিতিয়েছিল। ওই ম্যাচের পর ড্রেসিংরুমে যে সেলিব্রেশন হয়েছিল, তা আমার সারা জীবন মনে থাকবে।”