অবসরের পর রাজনীতিতে পা? ভিনেশের ভবিষ্যতে চাঞ্চল্যকর মোড়!

প্যারিস অলিম্পিক থেকে ছিটকে যাওয়ার পর ভারতের মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat) প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনামে উঠে আসছেন। ভিনেশকে নিয়ে ইতিমধ্যে দেশের রাজনৈতিক মহলে…

Vinesh Phogat

প্যারিস অলিম্পিক থেকে ছিটকে যাওয়ার পর ভারতের মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat) প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনামে উঠে আসছেন। ভিনেশকে নিয়ে ইতিমধ্যে দেশের রাজনৈতিক মহলে তুলকালাম শুরু হয়ে গিয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই ভিনেশ ফোগাটকে রাজ্যসভার সাংসদ পদ দেওয়ার দাবি তোলা হয়েছে। তবে কংগ্রেস দাবি করলেও, চলতি বছর ভিনেশকে রাজ্যসভার সাংসদ পদ দেওয়া একেবারে সম্ভব নয়। কিন্তু, এমন কোনও বিধি আদৌ রয়েছে যা ভিনেশকে দেশের রাজনৈতিক ময়দানে এন্ট্রি দিতে পারে? আসুন, সেটাই জেনে নেওয়া যাক।

কংগ্রেসের বক্তব্য
হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র হুডা লোকসভা নির্বাচনে জয়লাভ করার পর রাজ্যসভার সদস্যপদ ছেড়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে কংগ্রেসের কাছে রাজ্যসভার একটি আসন ফাঁকা রয়েছে। ভূপেন্দ্র হুডা জানিয়েছেন যে যদি কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হত, তাহলে ওই আসনেই ভিনেশ ফোগাটকে সাংসদ পদে নিয়োগ করা হত। কিন্তু, আপাতত কংগ্রেস চাইলেও এমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না।

   

রাজ্যসভার সাংসদ হওয়ার শর্ত
আসলে, রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য বয়সসীমার একটি বিশেষ শর্ত রাখা হয়েছে। একদিকে, লোকসভার সাংসদ হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ২৫ বছর হতেই হবে। অন্যদিকে, রাজ্যসভার ক্ষেত্রে এই ন্যূনতম বয়সসীমা বাড়িয়ে ৩০ বছর করা হয়েছে। কিন্তু, ভিনেশ আপাতত ২৯ বছর বয়সে পা রেখেছেন। এই পরিস্থিতিতে কংগ্রেসের পক্ষ থেকে যদি ভিনেশের নাম প্রস্তাবও করা হয়, তাহলে মাত্র চারদিনের জন্য তিনি এই পদ গ্রহণ করতে পারবেন না। কিন্তু, পরের বছর তিনি বিনা প্রতিবন্ধকতায় এই সদস্যপদ গ্রহণ করতে পারবেন।

ভিনেশ না ভোট ব্যাঙ্ক?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতের তারকা রেসলার ভিনেশ ফোগাট জাট সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করেন। হরিয়াণা রাজ্যে জাট সম্প্রদায়ের যথেষ্ট দাপট রয়েছে। খুব শীঘ্রই হরিয়াণায় বিধানসভা নির্বাচন আয়োজন করা হবে। এই পরিস্থিতিতে জাট ভোট ব্যাঙ্ক আরও মজবুত করার লক্ষ্যেই রাজনৈতিক দলগুলো ভিনেশ ইস্যু নিয়ে মাতামাতি করছেন বলে মনে করা হচ্ছে।

কী বলছে আইন?
ভিনেশ ফোগাটকে রাজ্যসভায় এন্ট্রি দেওয়ার পিছনে আরও একটি টুইস্ট রয়েছে। হতে পারে যে কোনও রাজনৈতিক দল ভিনেশ ফোগাটকে রাজ্যসভার সদস্য হিসেবে নিয়ে আসতে পারবে না। কিন্তু, দেশের রাষ্ট্রপতি চাইলে রাজ্যসভার সাংসদ হিসেবে ভিনেশ ফোগাট মনোনীত হতে পারেন। রাজ্যসভায় ১২ জন সদস্যকে মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি। এরমধ্যে গত ১৩ জুলাই চারজন অবসর গ্রহণ করেছেন।