Mohun Bagan: দুই তারকা বিদেশিদের সামনে রেখেই ছক বানাচ্ছেন ফেরেন্দো

হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই নিজেদের এএফসি কাপের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রতিপক্ষ হিসেবে রয়েছে বাংলাদেশের শক্তিশালী বসুন্ধরা দল। উল্লেখ্য,…

Juan Ferrando Jason Cummings

হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই নিজেদের এএফসি কাপের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রতিপক্ষ হিসেবে রয়েছে বাংলাদেশের শক্তিশালী বসুন্ধরা দল। উল্লেখ্য, এবারের আইএসএলে টানা তিন ম্যাচ জয়ের পাশাপাশি এএফসি কাপের ম্যাচেও দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান ব্রিগেড। প্রথমদিকে, যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেপালের মাচিন্দ্রা এফসির পাশাপাশি বাংলাদেশের ঢাকা আবহনীর মতো ক্লাবকে হারিয়ে গ্রুপ পর্বে পৌঁছে যায় কলকাতার এই প্রধান। তারপর সেখানে বজায় থাকে জয়ের ধারা।

প্রথম ম্যাচে সার্জিও লোবেরার ওডিশা এফসিকে হারিয়ে শুরু হয় অভিযান। তারপর মালদ্বীপের শক্তিশালী দল মাজিয়া এফসি বধ। উল্লেখ্য, গত মরশুমে ও এই দলকে পরাজিত করেছিল কলকাতার এই প্রধান। তবে এবার ছিল সম্পূর্ণ নতুন দল। তবে তাতেও এসেছে সাফল্য। এবার তাদের লড়াই বাংলাদেশের আরেক শক্তিশালী দল বসুন্ধরা কিংসের বিপক্ষে। সেইজন্য এবার দলের দুই তারকা বিদেশি তথা জেসন কামিন্সকে সামনে রেখে নিজেদের ছক সাজাতে চাইছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। সেইমতো চলল অনুশীলন।

মূলত দলের খেলোয়াড়দের দুইটি ভাগে ভাগ করে অনুশীলন ম্যাচ খেলান এই স্প্যানিশ কোচ। এক্ষেত্রে জেসন কামিন্স থেকে শুরু করে ব্রান্ডন হ্যামিল ও হেক্টর ইয়ুৎসেকে রাখা হয় একটি দিকে ও আর্মান্ডো সাদিকু, আশিষ রাইদের রাখা হয় অন্যদিকে। উভয়ের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই চলে অনেক্ষণ। শেষ পর্যন্ত সকলকে চমকে দিয়ে গোল করে যান লিস্টন। যা সহজেই মন কাড়ে সকলের।