হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন ভ্যানিথা

Sports desk: হায়দরাবাদের (Hyderabad) বিরুদ্ধে ৬৮ বলে দুর্দান্ত সেঞ্চুরি করলেন বাংলার (Bengal) ওপেনার ভ্যানিথা ভি আর।বাংলার এই ওপেনার ৭১ বল খেলে ১০৯ রান করেছেন। বিসিসি…

Vanitha

Sports desk: হায়দরাবাদের (Hyderabad) বিরুদ্ধে ৬৮ বলে দুর্দান্ত সেঞ্চুরি করলেন বাংলার (Bengal) ওপেনার ভ্যানিথা ভি আর।বাংলার এই ওপেনার ৭১ বল খেলে ১০৯ রান করেছেন।

বিসিসি আই পরিচালিত সিনিয়র উইমেনস ওয়ান ডে টুর্নামেন্টে বাংলা(Bengal) টসে জিতে ব্যাটিং’র সিদ্ধান্ত নেয়। ৫০ ওভারে বাংলা ৫ উইকেটে ৩২২ রান তোলে। টানা চার ম্যাচে অপরাজিত টিম বাংলা (Bengal)
চলতি টুর্নামেন্টে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

শনিবার বাংলার (Bengal) অধিনায়ক রুমেলি ধর হায়দরাবাদের (Hyderabad) বিরুদ্ধে ১১২ বলে ১০৪ করেন। ধারা গুজ্জর (২১), পিপি পাল(২৯) রান করে। পি বালা ৪০ রানের কার্যকরী ইনিংস খেলে নট আউট থাকে। জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদের (Hyderabad) স্কোর ৭১ রান ৭ উইকেটের বিনিময়, ২৩.২ ওভারে।

শুরুতেই হায়দরাবাদের (Hyderabad) ওপেনিং জুটিকে ফেরায় বাংলার (Bengal) বোলার সুকন্যা পরিধা, কীর্তি রেড্ডি রানের খাতা না খুলে আউট হয় সুকন্যার বলে এবং অনিথা কে ১ রানে প্যাভিলিয়নে ফিরে আসেন। ক্রিজে রয়েছে অনুরাধা নায়েক ৩৫ এবং ভঙ্কা পুজা ৩৩ রানে দুজনেই বাংলার (Bengal) বোলিং লাইন আপের বিরুদ্ধে লড়ে চলেছে।