Virat Rohit : বিরাটকে নিয়ে বোর্ডের সঙ্গে সংঘাতে জড়ালেন রোহিত শর্মা

আইপিএলের উত্তেজনা শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে আর সেই উত্তাপে কাঁপছে গোটা আইপিএল প্রেমী মানুষ। তবে আইপিএল মিটলেই বিশ ওভারের বিশ্বকাপের মহড়া চলছে সমগতিতে। আগামী…

Virat Kohli and Rohit Sharma

আইপিএলের উত্তেজনা শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে আর সেই উত্তাপে কাঁপছে গোটা আইপিএল প্রেমী মানুষ। তবে আইপিএল মিটলেই বিশ ওভারের বিশ্বকাপের মহড়া চলছে সমগতিতে। আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিসে আর আমেরিকার মাঠে বসতে চলেছে আসর।

ভারতীয় নির্বাচকরা ইতিমধ্যে ভারতীয় দলের সম্ভাব্য তালিকা তৈরি করে ফেলেছেন বলে জানা গিয়েছে। আর সেই তালিকায় নাকি নেই বিরাট কোহলির নাম! কিছুদিন আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, ভারতীয় নির্বাচকরা বিরাট কোহলির জায়গায় তরুণ এক ক্রিকেটারের কথা ভাবছে। আর এই খবর নাকি গিয়েছে রোহিত শর্মার কাছেও! তিনি নাকি ভারতীয় বোর্ড কর্তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে,তাঁর বিরাট কোহলিকে দলে চাই।

এহেন দাবি করেছেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। তিনি সমাজ মাধ্যমে আরও দাবি করেন দাবি করেন ” জয় শাহ কেন মাথা ঘামাচ্ছেন? উনি তো নির্বাচক নন। এই দায়িত্বটা অজিত আগরকরকেই দেওয়া উচিত। অন্য নির্বাচকদের সঙ্গে আগরকর আলোচনা করুক।”

এখানেই শেষ নয়, আজাদের দাবি, আগরকরকে ১৫ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল কোহলিকে নিয়ে অন্য নির্বাচকদের সঙ্গে কথা বলতে কিন্তু কোহলিকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনের বিষয়টি মেনে নিতে পারেননি আগরকর। অন্য নির্বাচকেরাও সায় দেননি। এর মধ্যেই রোহিত সরাসরি হস্তক্ষেপ করেছেন বলে দাবি করছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী সদস্য কীর্তি আজাদ।

আপাতত বিরাটকে নিয়ে বোর্ড কী সিধান্ত নেয় সেটা হয়ত আইপিএল মিটলেই জানা যাবে বলে করেছন ক্রিকেট মহল।