Vaccine : ‘ভ্যাকসিন নেওয়ার জন্য কাউকে জোর করা যাবে না’

ভ্যাকসিন (Vaccine) নেওয়ার জন্য কাউকে জোর করা যাবে না। সুপ্রিম কোর্টে (Supreme court) দাখিল করা এক হলফনামায় এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য…

ভ্যাকসিন (Vaccine) নেওয়ার জন্য কাউকে জোর করা যাবে না। সুপ্রিম কোর্টে (Supreme court) দাখিল করা এক হলফনামায় এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার।

শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য কেন্দ্র ডোর টু ডোর ব্যবস্থা শুরু করেছে। আর এই মামলা নিয়েই আজ শুনানি ছিল। সেখানে এক হলফনামায় কেন্দ্র (Central Govt) জানিয়েছে, “কোভিড-১৯ টিকাকরণ চলমান মহামারী পরিস্থিতির আলোকে বৃহত্তর জনস্বার্থের জন্য। সমস্ত নাগরিককে টিকা (Vaccine) দেওয়া উচিত বলে মিডিয়ার বিভিন্ন মাধ্যমে যথাযথভাবে বিজ্ঞাপন, পরামর্শ এবং যোগাযোগ করা হয়।”

সাম্প্রতিক সময়ে বিরোধী শিবিরের তরফ থেকে অভিযোগ তোলা হয়, দেশের একাধিক মানুষ এখনও অবধি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পায়নি, অথচ কেন্দ্র বিদেশে ভ্যাকসিন রপ্তানি করছে। অন্যদিকে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে। তাতে বলা হয়,শারীরিক প্রতিবন্ধী লোকজনকে বাড়ি বাড়ি গিয়ে অগ্রাধিকার দিয়ে কোভিড ১৯ এর ভ্যাকসিন দেওয়া হোক।

অন্যদিকে এ ব্যাপারে কেন্দ্রের দায়ের করা হলফনামায় বলা হয়েছে, ভারত সরকার ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক প্রকাশিত নির্দেশিকা ও গাইডলাইনে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি ছাড়া জোর করে ভ্যাকসিন দেওয়ার কথা বলা নেই।

যদিও বিভিন্ন মহল থেকে প্রশ্ন করা হচ্ছে, কেন্দ্র যখন বলছে টিকাকরণ বাধ্যতামূলক নয় তাহলে মুম্বইয়ে লোকাল ট্রেনে ওঠার ক্ষেত্রে টিকার শংসাপত্র দেখানো কেন বাধ্যতামূলক করা হয়েছে?