Copa America 2024: সুয়ারেজরা ভাঙবেন মেসির স্বপ্ন? পাঁচ গোলে জিতল উরুগুয়ে

বৃহস্পতিবার নিউ জার্সিতে (Copa America 2024) ‘সি’ গ্রুপের ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে উরুগুয়ে (Uruguay)। ম্যাচের অষ্টম…

Uruguay Copa America 2024

বৃহস্পতিবার নিউ জার্সিতে (Copa America 2024) ‘সি’ গ্রুপের ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে উরুগুয়ে (Uruguay)। ম্যাচের অষ্টম মিনিটে ফাকুন্দো পেলিস্ত্রির গোলে এগিয়ে যায় ডারউইন নুনেজের দল৷ ২০ মিনিটের মাথায় বাঁ পায়ের জোরালো শটে বলিভিয়া গোলরক্ষক গুইলারমো ভিজকারাকে পরাস্ত করে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ডারউইন নুনেজ৷ ৭৭ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউজো খুব কাছ থেকে গোল করে ব্যবধান বাড়ান। স্কোর লাইন ৪-০ করেন ফেদেরিকো ভালভার্দে। বদলি খেলোয়াড় রদ্রিগো বেন্তানকুর ৮৯ তম মিনিটে করেন ম্যাচের অন্তিম গোল।

Dipesh Murmu: কিবু ভিকুনার সামনে অনবদ্য গোল করলেন বলাগড়ের দীপেশ মুর্মু

   

সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হার এড়াতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এগিয়ে যাবে উরুগুয়ে৷ এমনকি ওই ম্যাচে হারলেও গোল ব্যবধানে এগিয়ে যাবে তারা৷ এখনও পর্যন্ত দুই ম্যাচেই পরাজিত হওয়া বলিভিয়ার সামনে টানা চতুর্থবারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় এড়ানোর ক্ষীণ সম্ভাবনা রয়েছে।

East Bengal: ২ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে মাদিহ তালাল

নুনেজের ১৩তম আন্তর্জাতিক গোলের রাতে উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজকে লেট সাবস্টিটিউট হিসেবে মাঠে নামানো হয় এবং সঙ্গে সঙ্গে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেওয়া হয়।

অষ্টম মিনিটে দারুণ এক সেট পিস থেকে পেলিস্ত্রি জালে বল জড়ানোর আগে নুনেজ আরও একটি গোল করার মতো সুযোগ পেয়ে গিয়েছিলেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যানেজার মার্সেলো বিয়েলসাকে কিছুটা বিরক্ত দেখিয়েছিল। তবে ফুটবলাররা পরপর গোল করে ম্যাচের রাশ পুরোপুরি টেনে নিয়েছিলেন নিজেদের দিকে। নিকোলাস দে লা ক্রুজের থ্রু বল থেকে তৃতীয় গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউজো।