মহাকাশে বিপদে সুনিতা উইলিয়ামস! পৃথিবীতে ফেরা নিয়ে প্রবল সংশয়

বুধবার মহাকাশ কক্ষপথে ত্রুটি ধরা পড়েছে। নাসাকে একটি স্যাটেলাইট ব্রেক আপের কথা জানানো হয়েছে। সঙ্গে সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মহাকাশচারীদের সুরক্ষিত আশ্রয় নেওয়ার কথা ঘোষণা…

Sunita Williams ordered to shelter in Starliner as satellite breaks up, মহাকাশে বিপদে সুনিতা উইলিয়ামস! পৃথিবীতে ফেরা নিয়ে প্রবল সংশয়

বুধবার মহাকাশ কক্ষপথে ত্রুটি ধরা পড়েছে। নাসাকে একটি স্যাটেলাইট ব্রেক আপের কথা জানানো হয়েছে। সঙ্গে সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মহাকাশচারীদের সুরক্ষিত আশ্রয় নেওয়ার কথা ঘোষণা করা হয়। মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে জরুরি আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মিশন কন্ট্রোলের সমস্ত ক্রু সদস্যদের তাদের নিজের নিজের মহাকাশযানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ পেয়েই সুনীতা ও ব্যারি বুচ উইলমোর নিজেদের স্টারলাইনার ক্যাপসুলে আশ্রয় নেন।

মহাকাশচারীরা সুরক্ষিত আশ্রয়ে যাওয়ার পর প্রায় এক ঘণ্টা ধরে চলে পরীক্ষা নিরীক্ষা। সমস্যার সমাধান করা হয়েছে বলেও জানানো হয়।
সুনীতা এবং উইলমোর ২৬ জুন ফিরবেন বলে প্রথমে জানা গিয়েছিল। কিন্তু এখন জানা গিয়েছে যে, আপাতত তাঁদের ফেরা অনিশ্চিৎ। ফলে ফিরছে কল্পনা চাওলার স্মৃতি।

   

আগামী পাঁচ থেকে ছয় দিনে সুনীতাদের ফেরানো যাবে বলে মনে করছে নাসা। এখনও পর্যন্ত য়া খবর, ২ বা ৩ জুলাই ফিরতে পারেন সুনীতারা।

8 দিনের মিশনের জন্য নির্ধারিত অভিযানে মহাকাশচারীরা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে মহাকাশে রয়েছেন। ফলে কমে আসছে জ্বালানি। ঘনাচ্ছে সংশয়। আর মাত্র ২৭ দিনের জ্বালানি অবশিষ্ট রয়েছে বলে দাবি করা হচ্ছে। ত্রুটি মেরামতে কাজ চললেও কবে তাঁরা ফিরবেন তা নিয়ে কিছু জানায়নি নাসা।

গত ৭ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইনলিয়ামস। উৎক্ষেপণের পরই একাধিক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। না ঘুমিয়ে সেই ত্রুটি নিজেরাই মেরামত করেন নভশ্চারিরা। এরপর সব বাধা বিপত্তি কাটিয়ে নিজেদের গন্তব্যে পৌঁছে যান সুনীতা উইলিয়ামসরা। এর মাঝেই মহাকাশযান বোয়িং স্টারলাইনারকে ঘিরেই ঘনিয়েছে বিতর্ক।