Lallianzuala Chhangte: ছাংতে তুমি কার? জানার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা

লালিয়ানজুয়ালা ছাংতে (Lallianzuala Chhangte)। ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে অতিপরিচিত এই নাম। বিগত কয়েক মরশুমে ক্লাব ফুটবলের ক্ষেত্রে মুম্বাই সিটি এফসির জার্সিতে অনবদ্য পারফরম্যান্স থেকেছে এই রাইট…

Lallianzuala Chhangte

লালিয়ানজুয়ালা ছাংতে (Lallianzuala Chhangte)। ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে অতিপরিচিত এই নাম। বিগত কয়েক মরশুমে ক্লাব ফুটবলের ক্ষেত্রে মুম্বাই সিটি এফসির জার্সিতে অনবদ্য পারফরম্যান্স থেকেছে এই রাইট উইঙ্গারের। গত সিজনে মুম্বাইয়ের জার্সিতে জিতেছেন ইন্ডিয়ান সুপার লিগ।

কুড়িটিরও বেশি ম্যাচ খেলে প্রায় ৭টি গোল এবং ৬টি অ্যাসিস্ট ছিল এই ভারতীয় ফুটবলারের। তবে সেখানেই শেষ নয়। ভারতীয় দলের জার্সিতেও দাপুটে পারফরম্যান্স করেছেন এই ফুটবলার। এবারের ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শক্তিশালী কাতারের বিপক্ষে ও গোল করেছেন তিনি।

   

একটা সময় তার করা গোলেই এগিয়েছিল ব্লু-টাইগার্স। পরবর্তীতে জয় সুনিশ্চিত করা সম্ভব না হলেও তার পারফরম্যান্স অনায়াসেই মন জয় করেছে দেশের ফুটবলপ্রেমীদের। হিসেব মতো তার সাথে মুম্বাই সিটি এফসির আরো এক বছরের চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে তাকে নিতে মরিয়া একাধিক ফুটবল ক্লাব। যাদের মধ্যে সবার আগে উঠে আসছে মোহনবাগান সুপারজায়ান্টস দলের নাম। গত কয়েক মাস ধরেই এই ফুটবলারকে দলে নেওয়ার জন্য অলআউট ঝাঁপিয়েছিল কলকাতার এই প্রধান। সময়ের সাথে সাথে‌ কথাবার্তা ও এগোতে থাকে অনেকটা দূর।

একটা সময় মনে করা হয়েছিল যে এবার হয়তো সবুজ-মেরুন জার্সিতে খেলবেন ছাংতে। তবে এখনো পর্যন্ত তা পরিষ্কার হয়নি। মনে করা হচ্ছে আসন্ন ফুটবল সিজনে ও হয়তো মুম্বাইতেই খেলতে দেখা যেতে পারে ছাংতেকে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়টি।