কবে ট্রফি হাতে পেতে পারে মহামেডান? সামনে এল নয়া তথ্য

প্রিমিয়ার ডিভিশন লিগের চ্যাম্পিয়ন হিসেবে অনেক আগেই ঘোষণা হয়ে গিয়েছে মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC) নাম। কিন্তু এখনো পর্যন্ত বাকি রয়ে গিয়েছে সুপার সিক্সের একাধিক ম্যাচ।…

Mohammedan SC

প্রিমিয়ার ডিভিশন লিগের চ্যাম্পিয়ন হিসেবে অনেক আগেই ঘোষণা হয়ে গিয়েছে মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC) নাম। কিন্তু এখনো পর্যন্ত বাকি রয়ে গিয়েছে সুপার সিক্সের একাধিক ম্যাচ। এক্ষেত্রে ভবানীপুর ও খিদিরপুরের মতো ক্লাব নিজেদের দল তুলে নিলেও কলকাতা ডার্বির দিকে নজর ছিল সকলের। এক্ষেত্রে বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে আগামী ৩০ তারিখ ম্যাচের দিন ধার্য করা হলেও সেই ম্যাচ খেলা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে দুই প্রধানের।

এক্ষেত্রে লাল-হলুদের তরফ থেকে খুব একটা সমস্যা না থাকলেও সবুজ-মেরুনের তরফ থেকে আগেই চিঠি দিয়ে এই ম্যাচে দল না নামানোর ইঙ্গিত মিলেছিল। যার কারন হিসেবে দেখানো হয়েছে আগামী ২রা ডিসেম্বর হায়দরাবাদ দলের সঙ্গে আইএসএলের ম্যাচ। পাশাপাশি এএফসি কাপের এখনো পর্যন্ত একটি ম্যাচ বাকি বাগানের।

তাই সব দিক উল্লেখ করেই ডার্বির দিনক্ষণ বদলের অনুরোধ করা হয়েছিল বাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। তবে বড় ম্যাচের তারিখ যে আর বদল করা হবে না সেই নিয়েও যথেষ্ট অনড় এখনো অব্দি থেকেছে আইএফএ। এক্ষেত্রে গতকাল একটি বৈঠক থেকে আগেই নিজের মতামত তুলে ধরেছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। যেখানে এই ম্যাচ আয়োজনের কথা অনেক আগেই নাকি বলা হয় তাদের তরফে। কিন্তু সেই নিয়েই এবার আইএফএকে কড়া চিঠি দেয় মোহনবাগান। যেখানে ক্লাবের তরফ থেকে মিথ্যেবাদী আক্ষা দেওয়া হয় বঙ্গীয় ফুটবল ফেডারেশনকে। এছাড়াও ম্যাচের সময় বদল না করা মনোভাবকে নাম না করে একটি দলকে সুবিধা পাইয়ে দেওয়ার প্রসঙ্গ ও টেনেছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।

কিন্তু প্রশ্ন ছিল যে কবে আদৌ ট্রফি হাতে পাবে মহামেডান? সেই নিয়ে বহুদিন ধরেই আগ্ৰহ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। সেই নিয়েই এবার উঠে আসল নয়া তথ্য। যতদূর জানা গিয়েছে, আগামী ৩০ তারিখ টুর্নামেন্টের শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস। যতদূর জানা গিয়েছে, সেই ম্যাচের পরেই হয়ত সময় সুযোগ মতো কলকাতা লিগের রুপোর ট্রফি তুলে দেওয়া হতে পারে সাদা-কালো শিবিরের হাতে। তবে সেই ম্যাচে আদৌ সবুজ- মেরুন শিবির মাঠে নামে কিনা এখন সেটাই দেখার।