Mohun Bagan: বাদ পড়ছেন ফেরেন্দো? নতুন কোচের খোঁজ সবুজ-মেরুনের

গতবারের মতো এবারের এই ফুটবল মরশুমের শুরু থেকেই যথেষ্ট ছন্দে থেকেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস ফুটবল দল। প্রথমে নিজেদের পুরোনো পারফরম্যান্স ধরে রেখেই কলকাতা ময়দানের…

Juan Fernando in a shocking speech

গতবারের মতো এবারের এই ফুটবল মরশুমের শুরু থেকেই যথেষ্ট ছন্দে থেকেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস ফুটবল দল। প্রথমে নিজেদের পুরোনো পারফরম্যান্স ধরে রেখেই কলকাতা ময়দানের আরেক প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল দলকে ডুরান্ড কাপের ফাইনালে পরাজিত করে সবুজ-মেরুন। গত বছর আইএসএল জয় করার পর মরশুমের শুরুতে খেতাব জয়ে যথেষ্ট খুশি ছিল সকলেই।

পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগে নতুন দল পাঞ্জাব এফসিকে পরাজিত করে দেশের প্রথম সারির এই লিগেও যথেষ্ট ভালো সূচনা করেছিল দল। তবে শুধু একটা ম্যাচ নয়, পরবর্তীতে একের পর এক শক্তিশালী দলকে পরাজিত করে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছিল বাগান ব্রিগেড। তবে পরবর্তীতে তা বেশিদিন স্থায়ী হয়নি। এএফসি কাপ শুরু হতেই একের পর এক ম্যাচ খেলতে হয় দলের ফুটবলারদের। যার প্রভাব আসতে থাকে দলের পারফরম্যান্সে।

এএফসি কাপের মতো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে দেশের শক্তিশালী ক্লাব ওডিশা এফসিকে হারিয়ে ভালো সূচনা করলেও তা বেশিদিন ধরে রাখা সম্ভব হয়নি। মালদ্বীপের শক্তিশালী ফুটবল দল মাজিয়া এফসিকে পরাজিত করার পর বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংসের কাছে হোঁচট খেতে হয় মেরিনার্সদের। বাংলাদেশের ঘরের মাঠে অর্থাৎ কিংস এরিনাতে ম্যাচের শুরু থেকে দাপুটে পারফরম্যান্স করলেও পরবর্তীতে তা আর ধরে রাখা সম্ভব হয়নি। যার দরুণ ম্যাচের শেষে পরাজিত হতে হয় মোহনবাগান সুপারজায়ান্টস দলকে। যা দেখে হতাশ হতে হয় সকলকে। তবে টুর্নামেন্টের এই দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামলেও বিরাট বড় ব্যবধানে তাদের পরাজিত হতে হয়। এরফলে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় মেরিনার্সদের।

এমন পরিস্থিতি দেখে কার্যত হতবাক সকলেই। সেজন্য, আগত নয়া মরশুমের জন্য নাকি নতুন কোচের সন্ধান চালনো শুরু করে দিয়েছে বাগান ম্যানেজমেন্ট। এমনটাই শোনা যাচ্ছে এবার। তাহলে কি এবার বাদ পড়তে চলেছেন বাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো। সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও আগামী মরশুমে বাগান ব্রিগেডে অনেকটাই অনিশ্চিত ফেরেন্দো। কিন্তু কে আসতে পারেন বাগান ব্রিগেডের দায়িত্বে? সেটি এখনো পর্যন্ত চূড়ান্ত না হলেও মনে করা হচ্ছে যে দলের ট্যাকনিক্যাল ডিরেক্টর আন্তোনিও লোপেজ হাবাসের পরামর্শ মেনেই দায়িত্ব দেওয়া হতে পারে নতুন কোচকে।