Calcutta Football League: বড় জয় ইস্টবেঙ্গলের, চার গোল তরুণ ফুটবলারের

ফের জয়ের সরনীতে ইমামি ইস্টবেঙ্গল দল। প্রিমিয়ার ডিভিশন লিগে (Calcutta Football League) গোটা গ্রুপ পর্ব জুড়ে অপরাজিত থাকলেও সুপার সিক্সের প্রথম ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবের…

East Bengal Triumphs Over Khidirpur

ফের জয়ের সরনীতে ইমামি ইস্টবেঙ্গল দল। প্রিমিয়ার ডিভিশন লিগে (Calcutta Football League) গোটা গ্রুপ পর্ব জুড়ে অপরাজিত থাকলেও সুপার সিক্সের প্রথম ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে পরাজিত হতে হয়েছিল বিনো জর্জের ছেলেদের। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল দলের সমর্থকদের মধ্যে।

তবে এবার ফের ঘুরে দাঁড়াল লাল-হলুদ শিবির। নির্ধারিত সূচী অনুযায়ী আজ সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে খিদিরপুর ফুটবল ক্লাবের মুখোমুখি হয়েছিল কলকাতার এই প্রধান। নির্ধারিত সময়ের শেষে ১০-১ গোলের ব্যবধানে এই ম্যাচ জিতে নেয় এবং ইস্টবেঙ্গল। একাই চারটি গোল করেন পিভি বিষ্ণু, এছাড়াও তিনটি গোল করেন মহিতোষ রায়, দুইটি গোল করেন ভিপি সুহের ও একটি গোল আমন সিকের। অন্যদিকে খিদিরপুর দলের হয়ে একটিমাত্র গোল করেন প্রদীপ পাল।

উল্লেখ্য, আজ ম্যাচের প্রথম পাঁচ মিনিট থেকেই আক্রমণের তেজ বাড়াতে শুরু করেছিল মশাল ব্রিগেড। যার ফল ও মিলতে শুরু করে ধীরে ধীরে। ম্যাচের মিনিট ছয়েকের মাথায় দলের হয়ে প্রথম গোল করেন পিভি বিষ্ণু। যারফলে, ১-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তারপর দশ মিনিটের মাথায় তার দ্বিতীয় গোল। দুই গোলে পিছিয়ে যাওয়ার পর খিদিরপুর দলের ফুটবলাররা কিছুটা আক্রমনাত্মক হয়ে উঠলেও কাজে দেয়নি সেই পরিকল্পনা।

ম্যাচের ঠিক আটত্রিশ মিনিটের মাথায় নিজের হ্যাট্রিক সম্পন্ন করেন বিষ্ণু। তার ঠিক দুই মিনিট পর গোল করেন মহিতোষ রায়। তবে পাল্টা দিতে ছাড়েনি খিদিরপুর। তেতাল্লিশ মিনিটের মাথায় ব্যবধান কমান খিদিরপুরের প্রদীপ। তবে এরপরে পয়তাল্লিশ মিনিটের মাথায় জোড়া গোল করেন মহিতোষ। যারফলে, প্রথমার্ধের শেষে ৬-১ গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল ফুটবল দল।

পরবর্তীতে ম্যাচের দ্বিতীয়ার্ধে ফের চাপ বাড়াতে থাকে ময়দানের এই প্রধান। ম্যাচ শুরুর দুই মিনিটের মাথায় দলের হয়ে ফের গোল করেন মহিতোষ। কিছু সময় পর গোল করেন দলের আরেক তারকা ফুটবলার জেসিন টিকে। শেষ পর্যন্ত ম্যাচে জোড় গোল করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেন ভিপি সুহের।