এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সরছে মুম্বইয়ের, কোথায় হবে খেলা ?

শেষ আইএসএল মরশুমে একের পর প্রতিপক্ষ দলকে হারিয়ে খুব সহজেই লিগ টেবিলের এক নম্বরে উঠে আসে বাকিংহ্যামের মুম্বই। তবে সেই টুর্নামেন্টের সেমিফাইনালে শক্তিশালী বেঙ্গালুরু এফসির…

Mumbai FC

শেষ আইএসএল মরশুমে একের পর প্রতিপক্ষ দলকে হারিয়ে খুব সহজেই লিগ টেবিলের এক নম্বরে উঠে আসে বাকিংহ্যামের মুম্বই। তবে সেই টুর্নামেন্টের সেমিফাইনালে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে সাডেন ডেথে আটকে গেলেও লিগ ম্যাচের শেষে সেই প্রথম স্থানেই থেকে যায় রাহুল ভেকের দল।

যারফলে, টুর্নামেন্টের লিগ শিল্ড চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত হয় এই আইএসএল জয়ী দল। যারফলে অতি সহজেই এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার ছাড়পত্র উঠে আসে তাদের হাতে। সেইমতো এবার এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে রনবীর কাপুরের এই দল। গত ১৮ই সেপ্টেম্বর নাসাজির বিপক্ষে খেলতে নেমে এএফসি চ্যাম্পিয়নস লিগের অভিযান শুরু করেছে মুম্বাই ফুটবল দল। যদিও সেই ম্যাচে পরাজিত হতে হয় তাদের।

এরপর আগামী ২রা অক্টোবর বাইরের মাঠে নাফবাহোর দলের বিপক্ষে খেলবে এই ভারতীয় দল। তারপর আবার ২৩ শে অক্টোবর বাইরের মাঠে নেইমারদের বিপক্ষে প্রথম ম্যাচ মেহতাব-ছাংতেদের। কিছুটা সময় পর নভেম্বর মাসের প্রথম দিকে নিজেদের ঘরের মাঠে আল হিলালের সঙ্গে ফিরতি ম্যাচ খেলবে বাকিং হ্যামের ছেলেরা।

আগামী ৭ ই নভেম্বর সেই ম্যাচ হওয়ার কথা ছিল ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে। যা নিয়ে প্রবল ক্ষোভ দেখা দিয়েছিল সকলের মধ্যে। আসলে এই ম্যাচের মূল আকর্ষণ হিসেবে থাকতে পারেন নেইমার জুনিয়র। প্যারিস ছেড়ে গত কয়েকদিন আগেই সৌদির এই ক্লাবে যোগ দিয়েছেন তিনি। তাকে সামনে দেখার জন্য আলাদাই উন্মাদনা দেখা দিয়েছে সকলের মধ্যে। কিন্তু খুব বেশি সংখ্যক মানুষের ক্যাপাসিটি ছিল নাএই ফুটবল স্টেডিয়ামে। সর্বাধিক ৯ হাজার জন মানুষ এখানে বসতে পারতেন এখানে। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছে সকলের মধ্যে। ম্যানেজমেন্টের তরফ থেকে মুম্বাইয়ের স্পোর্টস এরিনায় এই ম্যাচ আয়োজন করার ইচ্ছে প্রকাশ করা হলেও তাতে এএফসির সম্মতি মিলছিল না কোনোভাবেই। অবশেষে বদলে গেল সেই ভ্যেনু।

কোথায় হতে চলেছে এই ম্যাচ? নয়া তথ্য অনুযায়ী নাভি মুম্বাইয়ের দিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই ফুটবল ম্যাচ। হ্যাঁ একেবারেই ঠিক শুনেছেন। এবার ছত্রপতি শিবাজী কমপ্লেক্স থেকে সরতে চলেছে এই ম্যাচ। যারফলে, আগের থেকে অনেক বেশি সংখ্যক দর্শক উপভোগ করতে পারবেন এই ফুটবল ম্যাচ। যেখানে নেইমারের পাশাপাশি খেলতে দেখা যাবে ইউরোপের আরও একাধিক ফুটবলারদের।