ISL 2023: প্রথম ম্যাচের পর পয়েন্ট টেবিলের কোথায় আছে দুই প্রধান? জানুন

গত ২১ তারিখ থেকে শুরু হয়েছে এবারের হিরো ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2023)। তারপর কেঁটে গিয়েছে প্রায় পাঁচটি দিন। প্রতিটি দলই মাঠে নেমে খেলে ফেলেছে…

East Bengal and Mohun Bagan

গত ২১ তারিখ থেকে শুরু হয়েছে এবারের হিরো ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2023)। তারপর কেঁটে গিয়েছে প্রায় পাঁচটি দিন। প্রতিটি দলই মাঠে নেমে খেলে ফেলেছে প্রায় একটি করে ম্যাচ। তবে বিবিধ সমস্যার জন্য এখনো মাঠে নামেনি এফসি গোয়া ও হায়দরাবাদ এফসি। তবে বাকিদের মধ্যে অধিকাংশই দলই জিতেছে প্রথম ম্যাচ।

পাশাপাশি ড্র করেছে গতকালের দুই দল ইমামি ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসি। এছাড়াও পরাজিত হয়েছে বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে পাঞ্জাব, ও চেন্নাইনের মতো দল। যারফলে, সহজেই দেখা সম্ভব যে প্রথম ম্যাচের পরে কোথায় দাঁড়িয়ে আছে প্রত্যেকটি দল। দেখা যাক এক নজরে।

   

বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিল অনুযায়ী সবার শীর্ষে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। তাদের প্রাপ্ত পয়েন্ট তিন হলেও গোল পার্থক্যে এগিয়ে রয়েছে বাকিদের থেকে। তাদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে সার্জিও লোবেরার ওডিশা এফসি। তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গত সুপার কাপ জয়ীরা।

তিন নম্বরে রয়েছে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স। তাদের ও পয়েন্ট সংখ্যা তিন। চারে রয়েছে বাকিংহ্যামের মুম্বাই সিটি এফসি। তারাও জিতেছে একটি ম্যাচ। তবে গতকাল ড্র করার পর পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে কার্লোস কুয়াদ্রাতের ইমামি ইস্টবেঙ্গল দল। তাদের পরেই অর্থাৎ ছয় নম্বরে রয়েছে এফসি গোয়া দল।

সাত নম্বরে রয়েছে এফসি গোয়া, ও আট নম্বরে হায়দরাবাদ এফসি। যদিও এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি দুই দল। তবে এক ম্যাচ করে খেলে পরাজিত হয়ে নয় নম্বরে রয়েছে বেঙ্গালুরু এফসি। দশে নর্থইস্ট ইউনাইটেড। এগারোতে পাঞ্জাব এফসি। ও সবার শেষে রয়েছে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসি। উল্লেখ্য, আগামী ২৭ তারিখ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে মোহনবাগানের মুখোমুখি হবে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি।