Hyderabad FC: নতুন করে সেজে উঠছে হায়দরাবাদ এফসির হোম গ্ৰাউন্ড

একটা সময় আইএসএল চ্যাম্পিয়ন হলেও এই ফুটবল মরশুমে একেবারেই ছন্দে নেই হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। টুর্নামেন্টের প্রথম লেগে একটি ও ম্যাচে জয় পাওয়া সম্ভব হয়নি…

Hyderabad FC's Home Ground

একটা সময় আইএসএল চ্যাম্পিয়ন হলেও এই ফুটবল মরশুমে একেবারেই ছন্দে নেই হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। টুর্নামেন্টের প্রথম লেগে একটি ও ম্যাচে জয় পাওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে। যা নিয়ে প্রচন্ড হতাশা ছিল সমর্থকদের মধ্যে। তবে পরবর্তীতে এই চলতি মাসের শুরুতে জয়ের সরনীতে ফিরে আসে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব।

অ্যাওয়ে ম্যাচে তারা পরাজিত করে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসিকে। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জিতে ছিল সিংতোর দল। একটি মাত্র গোল পেয়েছিলেন সাজাদ হোসেন প্যারে। তবে এই ম্যাচেই লাল কার্ড দেখতে হয় মহম্মদ রফিকে। যার দরুণ পরবর্তীতে ফের চাপে পড়ে যেতে হয়েছে তাদের।

   

তবে এরপর গত বেশ কয়েক সপ্তাহ ধরেই বন্ধ রয়েছে আইএসএল। আগামী ৩০ মার্চ থেকে ফের শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগের বাকি ম্যাচগুলি। আগামী ১লা এপ্রিল শক্তিশালী দল মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে নামবে হায়দরাবাদ এফসি। এখন সেই দিকেই নজর দলের সমর্থকদের। তবে তার আগে নতুন রূপে সেজে উঠছে হায়দরাবাদ এফসির হোম গ্রাউন্ড।

পুরনো সমস্ত কিছু বদলে নতুন ধরনের বাকেট চেয়ার বসতে চলেছে গোটা মাঠ জুড়ে। যা নিঃসন্দেহে নজর কাড়বে দলের সমর্থকদের। যার দরুন এবার নতুন রূপ পেতে চলেছে গাচিবাউলি স্টেডিয়াম। মনে করা হচ্ছে মুম্বাই ম্যাচের আগেই শেষ হয়ে যাবে সমস্ত কাজ।

অন্যদিকে, নতুন মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে প্রত্যেকটি ক্লাব। এক্ষেত্রে এই আইএসএল জয়ী ফুটবল ক্লাবের বেশ কিছু ফুটবলারদের দিকেও নজর রয়েছে প্রত্যেকের। যাদের মধ্যে অন্যতম মাকান চোটে। শোনা যাচ্ছে, চলতি মরশুম শেষেই দল ছাড়তে পারেন এই ফুটবলার।