Mohun Bagan: সুমিত রাঠিকে নিয়ে শুরু দল বদলের জল্পনা

ফের জল্পনা শুরু হয়েছে সুমিত রাঠিকে (Sumit Rathi) নিয়ে। আসন্ন ট্রান্সফার উইন্ডো খোলার আগে ময়দানে জল্পনা, মোহনবাগানকে (Mohun Bagan) বিদায় জানাতে পারেন সুমিত রাঠি। আগেও…

Mohun Bagan footballer Sumit Rathi

ফের জল্পনা শুরু হয়েছে সুমিত রাঠিকে (Sumit Rathi) নিয়ে। আসন্ন ট্রান্সফার উইন্ডো খোলার আগে ময়দানে জল্পনা, মোহনবাগানকে (Mohun Bagan) বিদায় জানাতে পারেন সুমিত রাঠি। আগেও তাঁকে নিয়ে অনুরূপ জল্পনা শোনা গিয়েছে ভারতীয় ফুটবল সংক্রান্ত আলোচনায়।

বিগত কয়েক বছর ধরে কলকাতার ক্লাবে রয়েছেন সুমিত রাঠি। সময়ের সঙ্গে বেড়েছে বয়স, কিন্তু প্রত্যাশা মতো পাননি সুযোগ। মাঠে নামার জন্য মুখিয়ে থাকেন ফুটবলাররা। গেম টাইম বেশি পাওয়ার জন্য আন্তর্জাতিক ফুটবলে দল বদলের উদাহরণ প্রচুর রয়েছে। মাঠে নামার জন্য বড় ক্লাব ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয় ফুটবলারদের। সুমিতও কি নিতে চলেছেন তেমনই কোনও সিদ্ধান্ত।

সুমিত রাঠির দল বদল সংক্রান্ত জল্পনা নতুন নয়। গত বছর এপ্রিলের মাঝামাঝি সময়েও সুমিত সম্ভাব্য দল বদল নিয়ে কিছু গুজব শোনা গিয়েছিল। কেউ কেউ আবার দাবি করেছিলেন, রাঠির জায়গাউ নন্দকুমার শেখরকে দলে নেওয়ার চেষ্টা রয়েছে মোহনবাগান। নন্দ যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলে, সুমিত রইলেই বাগানেই। ফলত ধোপে টেকেনই ভারতীয় তরুণ ডিফেন্ডার সম্পর্কিত দল বদলের এমন জল্পনা।

সুমিত রাঠি সত্যিই মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কি না সেটা জানা যায়নি। জল্পনার পক্ষে আপাতত নেই পোক্ত কোনও যুক্তি। মনে রাখতে হবে, ঘরোয়া লিগে সুমিত রাঠির হাতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দিয়েছিলে সবুজ মেরুন শিবির। দল বদলের ক্ষেত্রে ক্লাব-ফুটবলার দুই পক্ষের সম্মতির প্রয়োজন হয়।