Best Player: বর্ষসেরা ফুটবলার নির্বাচিত কলকাতার কোনও ক্লাবে না খেলা ফুটবলার

সিনিয়র প্লেয়ার অব দ্যা ইয়ার (Best Player of the Year) সম্মান পাচ্ছেন লাললিনজিয়ালা ছাংতে। দেশের প্রথম সারির পুরুষ ফুটবলার হিসেবে এই সম্মান পাচ্ছেন তিনি।

Player of the Year

সিনিয়র প্লেয়ার অব দ্যা ইয়ার (Best Player of the Year) সম্মান পাচ্ছেন লাললিনজিয়ালা ছাংতে। দেশের প্রথম সারির পুরুষ ফুটবলার হিসেবে এই সম্মান পাচ্ছেন তিনি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাকে এই সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে।

অল্প সময়ের মধ্যে লাললিনজিয়ালা ছাংতের কেরিয়ার গ্রাফ ওপরের দিকে উঠেছে তরতরিয়ে। ক্লাব ফুটবলে নিয়মিত খেলেছেন ভারতীয় প্রথম সারির একাধিক ক্লাবে। জাতীয় দলের জার্সি গায়ে তিনি অপ্রতিরোধ্য। দেশের বিভিন্ন প্রান্তের ক্লাবে খেলার সুযোগ পেলেও কলকাতার কোনো ক্লাবের হয়ে এখনও মাঠে নামা হয়নি তার।

লাললিনজিয়ালা ছাংতের বয়স মাত্র ২৬। এতো কম বয়স হওয়ার পরেও তিনি ছাপিয়ে গিয়েছেন দেশের একাধিক নামকরা ফুটবলারদের। ২০১৫ সাল থেকে ভারতের সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। উইং বরাবর খেললেও দলের প্রয়োজনে করেছেন বেশ কিছু গোল। দেশের হয়ে যেমন মাঠে নেমে গোল করেছেন, তেমনই ক্লাবের হয়েও মেলে ধরেছেন সমান পারফরম্যান্স। ২০১৫ সালে ভারতের হয়ে জিতেছেন সাফ চ্যাম্পিয়শিপ। খেলেছেন জাতীয় দলের অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব ২৩ দলের হয়েও।

মিজোরামের এই ফুটবলারের ক্লাব কেরিয়ারে উত্থান হয়েছিল ডিএসকে শিবাজিয়ানসের হয়ে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সময়ের সঙ্গে বেড়েছে তার মার্কেট ভ্যালু। নর্থ ইস্ট ইউনাইটেড, দিল্লি ডায়নামস, চেন্নাইয়ন, মুম্বই সিটি এফসির হয়ে খেলেছেন । ২০১৭ সালের পর থেকে নিজেকে ক্রমে অন্য উচ্চতায় নিয়ে যেতে শুরু করেছিলেন। প্রতি বছর একাধিক ফুটবলার উঠে আসেন, আবার হারিয়েও যান। লাললিনজিয়ালা ছাংতের ক্ষেত্রে তেমনটা হয়নি। তিনি নিজের নামের প্রতি সুবিচার করছেন।