ICMR-এ প্রচুর শূন্যপদে নিয়োগ চলছে। ১৫ জুলাই আবেদনের শেষ তারিখ

ICMR-National Institute for Research in Environmental Health-এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দুটি পদের জন্য নিয়োগ করা হবে – টেকনিশিয়ান (Technician) এবং মাল্টি…

A girl holding a newspaper with the headline 'job news'

ICMR-National Institute for Research in Environmental Health-এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

দুটি পদের জন্য নিয়োগ করা হবে – টেকনিশিয়ান (Technician) এবং মাল্টি টাস্কিং স্টাফ (Multi-Tasking Staff)। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে মোট ২৮ টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ২০ টি পদ টেকনিশিয়ানের জন্যে এবং ৮টি পদ মাল্টি টাস্কিং স্টাফের জন্য।

   

অন্তত ৫৫ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে টেকনিশিয়ান পদে আবেদন করার জন্য। এছাড়া, অন্তত এক বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে। মাসিক বেতন ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা টেকনিশিয়ান পদে। সর্বাধিক বয়স সীমা ২৮ বছর হতে হবে।

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে মাল্টি টাস্কিং স্টাফ পদে। মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য মাসিক বেতন ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা। সর্বাধিক বয়স সীমা ২৫ বছর।

আবেদনকারী প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। আবেদনের শেষ তারিখ ১৫ জুলাই ২০২৩।