Jason Cummings: আসন্ন কলকাতা ডার্বিতে কামিন্সের মাঠে নামা নিয়ে সংশয়

তাহলে সেই ম্যাচে কি দেখা মিলবে অজি বিশ্বকাপার জেসন কামিন্সের (Jason Cummings)? কিংবা প্রতিপক্ষের রক্ষনভাগে দৌড়তে দেখা যাবে আর্মান্দো সাদিকুকে, এরই উত্তর খুঁজে চলেছেন আপামর সবুজ-মেরুন সমর্থকরা।

ATK Mohun Bagan's forward Jason Cummings

শেষ ফুটবল মরশুমে দল যেখানে শেষ করেছিল সেখান থেকেই এবারের ডুরান্ড কাপ শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan)। গত ৩রা আগস্ট টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনার বিপক্ষে ৫-০ গোলে জয় পেয়েছিল দল। তারপর গতকাল আইলিগ পাঞ্জাব এফসির বিপক্ষে ও সহজ জয় তুলে নিয়েছে কলকাতার এই প্রধান। বর্তমানে সকলের নজর কলকাতা ডার্বির দিকে। আগামী ১২ ই আগস্ট ইমামি ইস্টবেঙ্গল দলের মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্টস।

তাহলে সেই ম্যাচে কি দেখা মিলবে অজি বিশ্বকাপার জেসন কামিন্সের (Jason Cummings)? কিংবা প্রতিপক্ষের রক্ষনভাগে দৌড়তে দেখা যাবে আর্মান্দো সাদিকুকে, এরই উত্তর খুঁজে চলেছেন আপামর সবুজ-মেরুন সমর্থকরা। তবে ডার্বি ম্যাচের কয়েকদিন পরেই এএফসি কাপের ম্যাচ। তাই আদৌও এই দুই তারকাকে মাঠে নামানো হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। সেই নিয়েই এবার উঠে আসল নয়া তথ্য।

   

অন্যদিকে আগত ডার্বি ম্যাচের আগে বাংলাদেশের সেনা দলের কাছে আটকে গিয়েছে ইস্টবেঙ্গল। দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে দলের ফুটবলারদের। তাছাড়া লাল-হলুদের নতুন দল থাকায় এখনো মানিয়ে নিতে যে বেশ খানিকটা সময় লাগবে তা কিন্তু বলাই চলে। সেই কারনে এবারের ডার্বিতে মাঠে নাও থাকতে পারেন কামিন্স ও সাদিকুরা। যারফলে, আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে মেরিনার্সদের। তাছাড়া আসন্ন আইএসএল মরশুমের পাশাপাশি এএফসি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টের কথা মাথায় রেখে বাড়তি ঝুঁকি নাও নিতে পারেন এই স্প্যানিশ কোচ।

তবে বিশেষ সূত্র মারফত খবর, ডার্বির প্রথম একাদশে না থাকলেও দলের রিজার্ভ বেঞ্চে থাকতে পারেন দুই তারকা ফুটবলার। কামিন্স ও সাদিকু। তবে খুব একটা সমস্যা না দেখা দিলে হয়ত মাঠে নামবেন না দুই হাই প্রোফাইলের কেউ। তবে হুয়ান ফেরেন্দো প্রয়োজন মনে করলে গেম টাইম দিতেই পারেন এই দুই ফুটবলারকে।