AFC Cup: ওডিশা এফসির বিরুদ্ধে কাদের সামনে রেখে দল সাজাবেন ফেরেন্দো

আজ বিকেলে ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপের (AFC Cup) প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপারজায়ান্টস। তাদের প্রতিপক্ষ সার্জিও লোবেরার ওডিশা এফসি।

Juan Fernando

আজ বিকেলে ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপের (AFC Cup) প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপারজায়ান্টস। তাদের প্রতিপক্ষ সার্জিও লোবেরার ওডিশা এফসি। গতবার বেঙ্গালুরু এফসির মতো শক্তিশালী দলকে হারিয়ে যেমন আইএসএল জিতেছিল মোহনবাগান, ঠিক তেমনভাবেই সুনীল ব্রিগেডকে পরাজিত করে সুপার কাপ জিতেছিল ওডিশা এফসি।

তবে গতবারের কোচ সহ দলের ক্ষেত্রে বহু বদল আসলেও আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে এই ফুটবল দল। তাই লড়াই যে সহজ হবে না কারুর পক্ষে তা কিন্তু বলাই চলে। তাছাড়াও সবুজ-মেরুন ব্রিগেডের প্রাক্তন রয়কৃষ্ণাও রয়েছে এবার ওডিশা দলে, তার উপস্থিতি দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে যেকোনো মুহুর্তে।

   

পাশাপাশি ওডিশার হয়ে আজ খেলতে দেখা যাবে আহমেদ জাহু থেকে শুরু করে মুর্তাজা ফলের মতো ফুটবলারদের থাকায় কিছুটা হলেও বাড়তি চাপ থাকছে মোহনবাগানের। তবে সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় কলকাতার এই প্রধান। চলতি মরশুমের শুরুতেই ডুরান্ড কাপ এসেছে তাদের ঘরে। যার আমেজ এখনো রয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে।

তাই এএফসি কাপের শুরুটাও যথেষ্ট ভালো করার পরিকল্পনা থাকবে মেরিনার্সদের। তবে চোটের জন্য আজ মাঠে থাকতে পারবেন না সবুজ-মেরুনের তারকা উইঙ্গার আশিক কুরুনিয়ান। তাই লিস্টনের উপরেই হয়ত ভরসা রাখবেন সবুজ-মেরুনের আইএসএল জয়ী কোচ। সেক্ষেত্রে বদল আসতে পারে প্রথম একাদশে।

তবে পূর্ব পরিকল্পনা মতো দলের তিন কাঠি সামাল দেবেন বিশাল কাইথ। পাশাপাশি দলের রক্ষনভাগ সামাল দিতে দেখা যেতে পারে আনোয়ার আলি থেকে শুরু করে হেক্টর ইয়ুস্তে ও অধিনায়ক শুভাশিস বোসকে। দুই উইংয়ের দায়িত্ব দেওয়া হতে পারে আশিষ রাই ও লিস্টন কোলাসোকে। মাঝমাঠে রাখা হতে পারে সাহাল আব্দুল সামাদ ও অনিরুদ্ধ থাপাকে। পাশাপাশি দলের আক্রমণভাগে দেখা মিলতে পারে হুগো বুমোস থেকে শুরু করে সাদিকু ও অজি তারকা দিমিত্রি পেট্রতোসকে।