Vishal Kaith: ক্লিনশিট রেখে মরশুম শুরু করে যথেষ্ট খুশি বাগান গোলরক্ষক

গতবারের হিরো আইএসএল মরশুমে সকল দেশি ও বিদেশি তারকাদের ছাপিয়ে গিয়েছিলেন মোহনবাগান দলের গোলরক্ষক বিশাল কাইথ (Vishal Kaith)। 

Vishal Kaith - Indian football goalkeeper

গতবারের হিরো আইএসএল মরশুমে সকল দেশি ও বিদেশি তারকাদের ছাপিয়ে গিয়েছিলেন মোহনবাগান দলের গোলরক্ষক বিশাল কাইথ (Vishal Kaith)।  ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে ওডিশা কিংবা শক্তিশালী হায়দরাবাদ,প্রতিপক্ষ যে কেউ হোক না কেন সদা মজবুত পাঁচিলের মতো প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে গিয়েছেন তিন কাঠির এই দক্ষ প্রহরী। সেজন্য অতি সহজেই কোচ হুয়ান ফেরেন্দোর সবচেয়ে ভরসাযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছিলেন বিশাল।

এই অনবদ্য পারফরম্যান্সের দরুণ গত ফুটবল মরশুমে গোল্ডেন গ্লাভস উঠেছিল তার হাতে। এছাড়াও অতি সহজেই ইগর স্টিমাচের শিবিরে ডাক পেয়ে গিয়েছিলেন এই তরুণ ফুটবলার। সেবারের পরিসংখ্যান অনুযায়ী, গোটা টুর্নামেন্ট জুড়ে সব থেকে বেশি ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছিলেন বিশাল কাইথ। সেইবার তার ক্লিনশিটের সংখ্যা ছিল ১১টি যা বাকিদের থেকে সংখ্যায় অনেকটাই বেশি।

তবে সেখানেই শেষ নয়। পরবর্তীতে আইএসএলের সেমিফাইনাল ও ফাইনালের মতো ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি ও বেঙ্গালুরু এফসির মতো দলকে ট্রাইবেকারে আটকে দিয়ে সবুজ-মেরুন ব্রিগেডকে আইএসএল চ্যাম্পিয়ন করে তোলার অন্যতম কান্ডারি ছিলেন এই বিশাল। তাই পরবর্তীতে এই তরুণ গোলরক্ষকের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে বসে সঞ্জীব গোয়েঙ্কার মোহনবাগান সুপারজায়ান্টস।

তবে সুপার কাপে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও নতুন মরশুমের শুরু থেকে নিজের পুরোনো ফর্ম ধরে রাখাই অন্যতম লক্ষ্য ছিল এই তার কিছু গোলরক্ষকের। পাশাপাশি আসন্ন এএফসি কাপের ম্যাচে নিজের সেরাটা ও দিতে চান বিশাল। আগামী কয়েকদিন পরেই এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বে পারো এফসির মুখোমুখি হবে কলকাতার এই প্রধান। তবে তার আগে এবারের ডুরান্ড কাপের ম্যাচে জ্বলে উঠলেন বিশাল।

গতকাল ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলে সেই ম্যাচ জিতে নেয় সবুজ-মেরুন। পাঞ্জাব দলের তরফ থেকে একাধিকবার গোলের সুযোগ তৈরি করা হলেও নিজের দক্ষতার সাথে তা আটকে দেন বিশাল। যারফলে, ক্লিনশিট দিয়েই নিজের নতুন মরশুম শুরু করলেন কাইথ। তা নিয়ে যথেষ্ট খুশি বিশাল নিজেও। ঘন্টাকয়েক আগে নিজের সোশ্যাল সাইট থেকে গতকালের ম্যাচের কিছু ছবি আপলোড করে তিনি লেখেন, “ক্লিনশিট দিয়ে মরশুম শুরু করা, সর্বদাই কোনো কিছু শুরু করার একটি নিখুঁত উপায়। এক্ষেত্রে দলের সমর্থকদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।”