UCL: মেসির বিরুদ্ধে গর্জে উঠল পিসিজি সমর্থকেরা

চ্যাম্পিয়ন্স লিগে (UCL) রিয়্যাল মাদ্রিদের কাছে লজ্জাজনকভাবে হেরেছে প্যারিস সাঁ জাঁ (পিসিজি)। এরপরেই লিও মেসি ও পিএসজি প্রধান নাসের আল-খেলাইফির ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন সমর্থকরা।…

Messi PSG

চ্যাম্পিয়ন্স লিগে (UCL) রিয়্যাল মাদ্রিদের কাছে লজ্জাজনকভাবে হেরেছে প্যারিস সাঁ জাঁ (পিসিজি)। এরপরেই লিও মেসি ও পিএসজি প্রধান নাসের আল-খেলাইফির ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন সমর্থকরা। পিসিএজি-র সমর্থকেরা ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডের বিভিন্ন জায়গায় লিখেছেন, “এবার ক্লাব ছাড়ুক মেসি”। এমনকি পিএসজি প্রধান নাসের আল-খেলাইফির পদত্য়াগও দাবি করছেন তাঁরা। এমনটাই দাবি রিপোর্ট ব্রিটিশ দৈনিক ডেইল মেইলের। 

লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপেদের জন্য শয়ে শয়ে কোটি টাকা খরচ করেছে পিসিজি। গত রবিবার প্যারিস সাঁ জাঁ লিগ ওয়ানের ম্য়াচে বর্দোর মুখোমুখি হয়েছিল। এমবাপে ও নেইমারদের গোলে প্যারিস ঘরের মাঠ পার্স ডে প্রিন্সেসে ৩-০ গোলে জেতে। লিগ টেবিলে নিজেদের এক নম্বর আসন ধরে রেখেছে প্যারিস। কিন্তু ক্লাবের সমর্থকরা এই জয়ের দিনেও মেসি-নেইমারদের রীতিমতো বিদ্রুপ করেছেন মাঠে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের জন্য মেসি-নেইমারদের দোষী মানছেন তাঁরা। 

গত মরশুমে বার্সেলোনার ছেড়ে পিসিজি-তে আসেন মেসি। পিএসজি-র সাথে আনুষ্ঠানিকভাবে দু বছরের চুক্তি হয়েছে মেসির। যদিও সেই মেয়াদ আরও ১ বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে তাঁর কাছে। ফুটবলপ্রেমীদের মতে, বার্সা ছাড়ার পর মেসি যেন নিজের ছায়া হয়ে বিচরণ করছেন ফুটবলে। সেই পুরনো মেসিকে আর পাওয়া যাচ্ছে না।