FC Goa: ৫ দেশীয় ফুটবলার ছাঁটাই করল এফসি গোয়া, বড় সিদ্ধান্ত ম্যানেজমেন্টের

নতুন আইএসএল মরশুমের কথা মাথায় রেখে দলবদলের বাজারে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে ক্লাব গুলি। কেউ চূড়ান্ত কোচ নতুন কোচ তো কেউ অন্য দলের ঘর ভেঙে…

FC Goa

নতুন আইএসএল মরশুমের কথা মাথায় রেখে দলবদলের বাজারে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে ক্লাব গুলি। কেউ চূড়ান্ত কোচ নতুন কোচ তো কেউ অন্য দলের ঘর ভেঙে চূড়ান্ত করছে ফুটবলার। তবে এসবের মাঝে বিরাট সিদ্ধান্ত নিয়েছিল ওডিশা এফসি। গত মরশুমে খেলে যাওয়া প্রায় ১০ থেকে ১১ জন ফুটবলারকে বাতিল করেছিল সার্জিও লোবেরার ক্লাব।

তার বদলে নিজের পুরোনো ছাত্রদের ফেরানোর কাজ শুরু করেছেন তিনি। এবার খানিকটা সেই পথেই হাঁটতে শুরু করল মানালো মার্কুজের এফসি গোয়া (FC Goa)। এবার নিজেদের দল থেকে প্রায় ৫ জন দেশীয় ফুটবলার কে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল তাদের ক্লাব ম্যানেজমেন্ট।

যাদের মধ্যে রয়েছেন মাকন চোটে, আনোয়ার আলি, লেনি রড্রিগেজ, রেডিম টাং ও নংদম্ব নাওরেম। গত ৩১ মে তাদের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে দলের। তারপর আর তা নবীকরণ করা হয়নি এফসি গোয়ার তরফ থেকে। যারফলে, এখন ফ্রি প্লেয়ার সকলেই। তবে যতদূর শোনা যাচ্ছে, গত দেড় বছরের লোনে দিল্লি থেকে আসা আনোয়ার আবার হয়ত ফিরে যেতে পারেন নিজের পুরোনো ক্লাবেই। অন্যদিকে কেরালা ও এটিকে মোহনবাগান থেকে উঠে আসা নংদম্ব নাওরেম সই করতে পারেন সুদেবা এফসিতে। তবে মাকন চোটে ও রেডিম টাং দলের হয়ে নিয়মিত আইএসএল ও ডুরান্ড কাপ ও সুপার কাপের মতো টুর্নামেন্ট খেললেও তাদের পারফরম্যান্সে খুশি নয় গোয়া। যারফলে এবার দল ছাড়তে হচ্ছে এই দুই তারকাকে।

অন্যদিকে দলের আরেক ভরসাযোগ্য ফুটবলার লেনি রড্রিগেজ কে ও ছাড়ছে এফসি গোয়া। সবমিলিয়ে মোট ৬০ টি ম্যাচ খেলেছিলেন এই তারকা ফুটবলার। এমনি হিরো ইন্ডিয়ান সুপার লিগের লিগশিল্ড জেতার পাশাপাশি সুপার কাপ জেতার ও নজির ছিল এই ভারতীয় ফুটবলারের। তবে আগামী মরশুমের জন্য একাধিক ক্লাবের নজর রয়েছে তার দিকে। শেষ পর্যন্ত কোথায় সই করেন তিনি, এখন সেটাই দেখার বিষয়।