HomeSports NewsIndian Team: ভারতীয় দল নিয়ে বিশেষ পরিকল্পনা বিবিয়ানো ফার্নান্দেজের

Indian Team: ভারতীয় দল নিয়ে বিশেষ পরিকল্পনা বিবিয়ানো ফার্নান্দেজের

- Advertisement -

এবারের এই জুন মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপ। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ভারতীয় ফুটবল ( Indian Team) দল। একটা সময় প্রতিবেশী দেশ নেপাল, ভুটান এমনকি শ্রীলঙ্কার মতো দেশের কাছে হেরে আসলেও এখন সেসব অতীত। কিছু সময় আগেই নেপালকে তাদের ঘরের মাঠে ৪-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে সেখানেই শেষ নয়।

পরবর্তী সময়ে কুয়েত, মালদ্বীপ ও মায়ানমারের মতো দেশের সঙ্গে ও যথেষ্ট ভালো লড়াই করতে দেখা যায় ভারতীয় ফুটবলারদের। এমনকি গত মে মাসে ইউরোপ সফরে যায় ভারতীয় দল। যেখানে স্পেন, জার্মানির একাধিক ফুটবল ক্লাব গুলির সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলে দেশীয় ফুটবলাররা। তবে সামনে এবার বড় লড়াই।

Advertisements

এবার দলের কোচ বিবিয়ানো ফার্নান্দেজের হাত ধরে সাফল্য পেতে মরিয়া ভারতীয় দল। তবে সেই পুরোনো দিন ভুলে কিভাবে নতুন করে ছেলেদের প্রতিভা কে তুলে ধরেছেন তিনি? একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এখানে কাজ করতে হলে প্রথমে এই দেশের মানুষের সংস্কৃতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে। বিশেষ করে মাঠ ও মাঠের বাইরে খেলোয়াড়দের সঙ্গে সঠিক সম্পর্ক বজায় রেখে চলাই মূল বিষয়।আমাদের মাথায় রাখতে হবে যাতে আগামী দিনে আরও নতুন নতুন প্রতিভাবানদের তুলে আনা যায়। তবে সেখানেই শেষ নয়। তিনি আরও বলেন, এই দল নিয়ে যখন স্পেন ও জার্মানির মতো দেশে খেলতে নেমেছি তখন ফুটবলারদের মধ্যে বেশকিছু পরিবর্তন লক্ষ্য করেছি। তার কথায় দলের মধ্যে একতা তৈরি করা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

পাশাপাশি কোচের সমস্ত বিষয় যাতে ফুটবলাররা বুঝতে পারেন সেক্ষেত্রে দলগত কমিউনিকেশনস এর উপর ও জোর দিতে দেখা গিয়েছে। সেইসাথে রিয়াল – অ্যাটলেটিকো কিংবা গ্যাটাফের সাথে ম্যাচ খেলার ক্ষেত্রে অধিনায়ক পরিবর্তনের পাশাপাশি রণকৌশল বদল করেও সকলকে ঝালিয়ে নিতে দেখা গিয়েছে ভারতীয় দলের এই কোচ কে।

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ