Mohun Bagan SG: এটিকে ‘কলঙ্ক’ মুছে ‍এবার মোহনবাগান সুপারজায়ান্টস, খুশি সমর্থকরা

গত মরশুমে আইএসএল জয়ের পর বিশেষ ঘোষণা করেছিলেন সবুজ-মেরুনের (Mohun Bagan Supergiants) কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা। তিনি বলেছিলেন, আর নয় এটিকে। তার বদলে আগামী মরশুম থেকে…

Mohun Bagan Supergiants

গত মরশুমে আইএসএল জয়ের পর বিশেষ ঘোষণা করেছিলেন সবুজ-মেরুনের (Mohun Bagan Supergiants) কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা। তিনি বলেছিলেন, আর নয় এটিকে। তার বদলে আগামী মরশুম থেকে মোহনবাগান সুপারজায়ান্টস নামেই আইএসএল খেলবে কলকাতার এই ক্লাব। যারফলে, আইএসএল জয়ের উন্মাদনা পৌঁছে গিয়েছিল অন্য এক মাত্রায়।

সেইমতো কিছুদিন আগেই ক্লাবের তরফ থেকে জানানো হয় যে আসন্ন জুন মাসের প্রথম দিন থেকেই উঠে যাবে ‘এটিকে’ নাম। ঠিক তেমনটাই হল এবার। রাত ১২ টায় ঘড়ির কাঁটা পৌঁছতেই বদলে গেল বাগানের ট্যুইটার হ্যান্ডেলের নাম। সর্বত্রই হয়ে উঠল মোহনবাগান সুপারজায়ান্টস। ঠিক এই সময়টার জন্যই তো অপেক্ষা ছিল আপামর বাগান সমর্থকদের। মার্জ হওয়ার পর “রিমুভ এটিকে” স্লোগানে সেজে ওঠা রাজপথ কিংবা গ্যালারি মোরা টিফো সবকিছুর লড়াইয়ে অবসান ঘটল এবার।

তবে সেখানেই শেষ নয়, মধ্য রাতেই ফেসবুক ও ট্যুইটার হ্যান্ডেলের প্রোফাইল পিকচারে ভেসে উঠল “জয় মোহনবাগান।” মাত্র ১৫ মিনিটের মধ্যেই প্রায় ২ হাজার সমর্থকদের রিয়্যাক্ট দেখা গেল সোশ্যাল সাইটে। এত দিনের এত অপেক্ষার পর এবার যেন নতুন দিশা খুঁজে পেল বাগান সমর্থকরা। একেবারে ডার্বি জয়ের মেজাজে ধরা দিল মেরিনার্সরা। বর্তমানে গোটা নেটমাধ্যম জুড়ে বয়ে চলেছে “জয় মোহনবাগান ” ট্যাগ লাইন।

তবে সবুজ-মেরুন ব্রিগেডের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখনো কোনোরকম বদল দেখা যায়নি। তবে তার জন্য বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে ম্যানেজমেন্টের তরফে। মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে বদলে যাবে সেটি। যারফলে এখন আনন্দের পরিবেশ সবুজ-মেরুন তাঁবু জুড়ে।