দলবদলু তৃণমূল নেতা মেতে উঠল চটুল নাচে, ভাইরাল ভিডিও

তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দেওয়া এক নেতার মঞ্চে নর্তকির সঙ্গে চটুল নাচের ভিডিও ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট ঘিরে বিতর্ক। দেখা যাচ্ছে সেই মঞ্চেই…

তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দেওয়া এক নেতার মঞ্চে নর্তকির সঙ্গে চটুল নাচের ভিডিও ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট ঘিরে বিতর্ক। দেখা যাচ্ছে সেই মঞ্চেই বসে গানের তালে হাততালি দিচ্ছেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য।

আবার সেই ভিডিও পোস্ট করেছেন দলবদলু নেতা নিজের ফেসবুক প্রোফাইল থেকে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

প্রসঙ্গত , মঙ্গলবার সন্ধ্যায় চাঁচল ১ নম্বর ব্লক কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক আলি হোসেন। দুর্নীতি নিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

এরপরই তাঁর চটুল নাচের ভিডিও ভাইরাল হয়। ভিডিওগুলি সামনে আসতে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। শুরু হয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব।

এ প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল। ব্লক তৃণমূলের সহ সভাপতি অমিতেশ পাণ্ডে জানান, “তাঁদের দল রুচিশীল, সংস্কৃতিমনস্ক ব্যক্তিদের দল। আলি হোসেনের এইসব কাণ্ডের জন্য দল তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়েছিল। এরপরই তিনি কংগ্রেসে যোগ দেন।”

আলি হোসেন এ প্রসঙ্গে বলেন, “অনুষ্ঠানটি তাঁর ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। তিনি কংগ্রেসের যোগ দেওয়ায় তৃণমূল তাঁকে বদনাম করার চেষ্টা করছে।”