Dangal: ব্রিটিশদের মতো এই সরকার…মোদীকে হুঁশিয়ারি দিলেন মহাবীর ফোগট

মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের অভিযোগ বিতর্কে কেন্দ্রের মোদী সরকারকে সতর্ক করেছেন প্রাক্তন কুস্তিগীর (Mahavir Phogat) মহাবীর ফোগট। তিনি বলেছেন, দেশের মানুষ ব্রিটিশদের মতো সরকারকে তাড়িয়ে…

Delhi Police Wrestlers

মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের অভিযোগ বিতর্কে কেন্দ্রের মোদী সরকারকে সতর্ক করেছেন প্রাক্তন কুস্তিগীর (Mahavir Phogat) মহাবীর ফোগট। তিনি বলেছেন, দেশের মানুষ ব্রিটিশদের মতো সরকারকে তাড়িয়ে দেবে। কুস্তিগীররা (wrestlers protest) প্রতিবাদে অনড়। তারা সরকারকে পাঁচ দিন সময় দিয়েছেন।

মহিলা কুস্তিগীরদের সাথে যা ঘটছে তার প্রেক্ষিতে মহাবীর ফোগট বলেন, জুনিয়র খেলোয়াড়দের ভবিষ্যত অন্ধকার। কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগীদের চলমান বিক্ষোভে দেশের জনগণ সহানুভূতিশীল। তারা ব্রিটিশদের মতো বর্তমান সরকারকে তাড়িয়ে দেবে।

প্রাক্তন কুস্তিগীর এবং দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত মহাবীর ফোগট হরিয়ানার নিজ গ্রাম বালালিতে সাংবাদিকদের কাছে নিজের অবস্থান স্পষ্ট করেন।কৃষক নেতারা কুস্তিগীরদের প্রতি সমর্থন করেছে এবং কৃষক নেতা রাকেশ টিকাইতের হস্তক্ষেপ সম্পর্কে বলতে গিয়ে, ফোগট বলেন: “কৃষক নেতারা আমাদের মেয়েদের অনুভূতি বুঝতে পেরেছিলেন এবং এখন পুরো দেশ একত্রিত হবে এবং এটিকে একটি সিদ্ধান্তমূলক আন্দোলনে পরিণত করবে। “

তিনি বলেন, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে খাপ এবং সামাজিক ও কৃষক সংগঠনগুলি, দেশের মানুষ একটি বিশাল আন্দোলন প্রত্যক্ষ করবে।

এদিকে কুস্তিগীরদের বিক্ষোভের পাশাপাশি যৌন নির্যাতনে অভিযুক্ত ব্রিজভূষণকে নিয়ে ধর্মীয় উন্মাদনা তৈরি হয়েছে। অযোধ্যায় সাধুরা মিছিল করে ব্রিজভূষণের পক্ষ নেন।

জাতীয় কুস্তি ফেডারেশন (ডব্লিউএফআই) প্রধান ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জানুয়ারিতে দিল্লির আইকনিক যন্তর মন্তরে ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া সহ ভারতের শীর্ষ কুস্তিগীররা জড়ো হয়েছিলেন। তাদের মিছিল থেকে জোর করে গ্রেফতার করার পর আন্তর্জাতিক ক্রীড়া মহলে চাঞ্চল্য ছড়ায়। বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থার তরফে এসেছে হুঁশিয়ারি।