U-19 Asia Cup: ভারতকে ৮ উইকেটে হারাল পাকিস্তান

সংযুক্ত আরব আমিরাশাহিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (U-19 Asia Cup) রবিবার হতাশার মুখে পড়েছে টিম ইন্ডিয়া। ভারতকে ৮ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান।…

Pakistan Against India

সংযুক্ত আরব আমিরাশাহিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (U-19 Asia Cup) রবিবার হতাশার মুখে পড়েছে টিম ইন্ডিয়া। ভারতকে ৮ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। এর আগে এই ম্যাচে ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য অর্জন করে পাকিস্তান। সেঞ্চুরি করে পাকিস্তানের এই জয়ে নায়ক আজান আওয়াইস।

আরও পড়ুন: Harmanpreet kaur: টি-টোয়েন্টি সিরিজ হারার পর ‘বিস্ফোরক’ ভারতীয় অধিনায়ক 

   

নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারতীয় দল। এখন দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে টিম ইন্ডিয়া। আগামী ১২ ডিসেম্বর নেপালের বিপক্ষে লিগের শেষ ম্যাচ খেলতে হবে দলটিকে। ভারত যদি এই ম্যাচে হেরে যায় এবং অন্যদিকে তৃতীয় ম্যাচে আফগানিস্তান পাকিস্তানকে হারাতে পারে, তাহলে অংক আরও জটিল হয়ে যেতে পারে।

আরও পড়ুন: Rahul Dravid: দক্ষিণ আফ্রিকা সফরে সমস্যায় দ্রাবিড়, নিতে হবে চরম সিদ্ধান্ত!  

রবিবারের ম্যাচে ভারতীয় দল প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে তোলে ২৫৯ রান। এখনকার ওয়ানডে ক্রিকেটের জন্য এটা যথেষ্ট স্কোর নয়। ভারতের পক্ষে আদর্শ সিং (৬২), অধিনায়ক উদয় সাহারান (৬০) ও সিন ধাস ৫৮ রানের হাফ সেঞ্চুরি করেন। কিন্তু এই ইনিংসগুলো দলকে ৩০০-তে নিয়ে যেতে পারেনি। জবাবে পাকিস্তান দল শুরু থেকেই ভালো ব্যাটিং করে।

আরও পড়ুন: India vs South Africa: গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন তারকা ক্রিকেটার 

২৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ওপেনার শামিল হোসেন অবশ্যই তাড়াতাড়ি আউট হয়ে যান। কিন্তু এরপর ৬৩ রানের সেরা খেলেন শাহজাইব খান। আজান আওয়াইস ম্যাচটি ভারতের হাত থেকে কেড়ে নিয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন। ১৩০ বলে ১০৫ রানের অপরাজিত সেঞ্চুরি করেন তিনি। আগামী ১২ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে লিগের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান। একই সঙ্গে নেপালের মুখোমুখি হবে ভারত।