Ball-Tampering: পাকিস্তান ক্রিকেটারের বিরুদ্ধে ফের বল বিকৃতির অভিযোগে!

পাকিস্তানি ক্রিকেটার কি বল টেম্পার (Ball-Tampering) বা বিকৃতি করেছিলেন? ২০১৮ সালে ওয়ার্নার ও স্মিথের মতো বিশ্ব ক্রিকেটে কি আবার একই রকম কিছু ঘটেছে? সম্প্রতি ফের…

Iftikhar Ahmed Faces Ball-Tampering

পাকিস্তানি ক্রিকেটার কি বল টেম্পার (Ball-Tampering) বা বিকৃতি করেছিলেন? ২০১৮ সালে ওয়ার্নার ও স্মিথের মতো বিশ্ব ক্রিকেটে কি আবার একই রকম কিছু ঘটেছে? সম্প্রতি ফের উঠতে শুরু করেছে এরকম কিছু প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ক্লিপ জনপ্রিয় হয়েছে তার কারণেই এই ধরণের প্রশ্ন উদ্ভব হয়েছে।

আরও পড়ুন: Harmanpreet kaur: টি-টোয়েন্টি সিরিজ হারার পর ‘বিস্ফোরক’ ভারতীয় অধিনায়ক 

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করা এক পাকিস্তানি ক্রিকেটারকে বল নিয়ে কিছু করতে দেখা গিয়েছে। প্রথমে দেখে মনে হতে পারে টেম্পারিংয়ের মতো কিছু একটা। যদিও কেবল ফুটেজ দেখে নিশ্চিত করে এমন বলা যায় না। যে ভিডিও ফুটেজের কথা বলা হচ্ছে তা পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় টি-টোয়েন্টি কাপের।

আরও পড়ুন: Rahul Dravid: দক্ষিণ আফ্রিকা সফরে সমস্যায় দ্রাবিড়, নিতে হবে চরম সিদ্ধান্ত!  

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল অ্যাবোটাবাদ ও পেশোয়ার। এই ম্যাচে পেশোয়ারের অধিনায়ক ইফতিখার আহমেদকে বল হাতে কিছু করতে দেখা গেছে। একই সময়ের ১০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, ইফতিখার যখন নিজের হাতে বল ধরছেন, সেই সঙ্গে বলের ওপর আঙুল দিয়ে কিছু করছেন। ইফতিখার সেটা করে কী করছিলেন এটাই বড় প্রশ্ন? কারণ, এই সংক্ষিপ্ত ভিডিও দেখে কিছুই পরিষ্কার স্পষ্ট করে বলা সম্ভব না। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি বলের সারফেসের ওপর কিছু একটা করছেন। সত্যি কি বল বিকৃতির ঘটনা? নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আরও পড়ুন: Pro Kabaddi League: টানা দ্বিতীয় ম্যাচ জিতে ছুটছে পুনেরি পল্টন  

এমন পরিস্থিতিতে ইফতিখার আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বল টেম্পারিং চলছে তাতে কতটা যুক্ত আছে, সে ব্যাপারে এখনই হলফ করে কিছু বলা উচিৎ হবে না। ইফতিখার আহমেদের নেতৃত্বাধীন পেশোয়ার দল জাতীয় টি-টোয়েন্টি কাপের প্রথম সেমিফাইনালে পরাজিত হয়েছে। তার মানে তিনি ও তার দল টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে।