কন্যাশ্রী কাপে বর্তমানে অনবদ্য ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Benga) মহিলা ফুটবল দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে এবার কালীঘাট স্পোর্টস লাভার্সের ফুটবল দলকে প্রায় এগারো গোলে পরাজিত করেছিল মশাল ব্রিগেড। তারপর দ্বিতীয় ম্যাচে পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশের মুখোমুখি হয়েছিল তুলসীরা।
আরও পড়ুন: Mumbai City FC: মুম্বই সিটির দায়িত্ব পেয়েই চ্যালেঞ্জ নিলেন নয়া কোচ ক্র্যাটকি
নির্ধারিত সময়ের শেষে ৭ গোলে সেই ম্যাচ জিতে নেয় ময়দানের এই প্রধান। পরবর্তীতে নিজেদের ঘরের মাঠে নিউ আলিপুর সুরুচি সংঘের বিপক্ষে গোলশূন্যভাবে ড্র করলেও পরবর্তীতে আবারও জয়ের সরনীতে ফেরে ময়দানের এই প্রধান। গত কয়েকদিন আগেই ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ডার্বি জয় করে দল। এক কথায় বলতে গেলে অনবদ্য লাল-হলুদ।
আরও পড়ুন: Harmanpreet kaur: টি-টোয়েন্টি সিরিজ হারার পর ‘বিস্ফোরক’ ভারতীয় অধিনায়ক
সেই ধারা বজায় রেখেই এবার জাতীয় ফুটবল লিগ শুরু করল ইমামি ইস্টবেঙ্গলের মহিলা দল। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ স্পোর্টস ওডিশার মুখোমুখি হয়েছিল কলকাতার এই প্রধান। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলে ম্যাচ জয় করে কলকাতার এই প্রধান। দলের হয়ে গোল পান যথাক্রমে শিবানী দেবী ও মার্গারেট দেবী। যার দরুণ গতবারের মতো এবারে ও এই টুর্নামেন্টে যথেষ্ট ভালো সূচনা করল লাল-হলুদ। উল্লেখ্য, ম্যাচের শুরুর দিকেই মাত্র দুই মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন শিবানী। যা ব্যাপক আত্মবিশ্বাস দেয় গোটা দলকে। প্রথমার্ধের শেষে সেই গোলেই এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।
FT| A 𝐖ow performance to kickstart our #IWL campaign! 🙌
Onwards & upwards, #MoshalGirls! 🔥#JoyEastBengal #EastBengalFC #IndianFootball #ShePower pic.twitter.com/J8O5DBJZGd
— East Bengal FC (@eastbengal_fc) December 10, 2023
তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ দলের তরফ থেকে আক্রমণের তেজ বাড়ানো হলেও ম্যাচের ৫৯ মিনিটের মাথায় মার্গারেটের করা দ্বিতীয় গোল সমস্ত আত্মবিশ্বাস ভেঙে দেয় ওডিশার। পুরো সময়ের শেষে এই দুই গোলেই প্রথম জয় উঠে আসে সুলঞ্জনাদের।