এই উইঙ্গারকে দলে পেতে মরিয়া আইএসএলের দুই ক্লাব

জুলাইয়ের শেষের দিক থেকেই শুরু হতে চলেছে ফুটবলের নতুন মরশুম। সেইমতো নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে প্রত্যেক ফুটবল ক্লাব। পুরনো সব ব্যর্থতা ভুলে…

rahul kp

জুলাইয়ের শেষের দিক থেকেই শুরু হতে চলেছে ফুটবলের নতুন মরশুম। সেইমতো নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে প্রত্যেক ফুটবল ক্লাব। পুরনো সব ব্যর্থতা ভুলে নতুন সিজন দাপটের সাথে শুরু করাই একমাত্র লক্ষ্য প্রত্যেকটি ফুটবল ক্লাবের। তাই সময় এগোনোর সাথে সাথে দল বদলের বাজারে যথেষ্ট সক্রিয় হয়ে উঠছে প্রত্যেকটি ফুটবল ক্লাব।

   

আইএসএল হোক কিংবা আইলিগ। টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করাই একমাত্র লক্ষ্য সকলের। সেজন্য অনেক আগে থেকেই যথেষ্ট সক্রিয় রয়েছে কলকাতা ময়দানের দুই প্রধান। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। পরবর্তীতে সক্রিয় হয়ে ওঠে বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে মুম্বাই সিটি এফসির মতো ফুটবল ক্লাব।

আইএসএল চ্যাম্পিয়ন হয়েও নতুন করে দলকে ঢেলে সাজাতে মরিয় মুম্বাই। তাই নিজেদের দলের একাধিক ফুটবলারদের বিদায় জানিয়েছে ম্যানেজমেন্ট। সেই সুযোগে তাদের দলের একাধিক ফুটবলারদের নিজেদের দলে টেনেছে বেঙ্গালুরু। অধিনায়ক রাহুল ভেকে থেকে শুরু করে জর্জ পেরেইরা দিয়াজ হোক কিংবা তিরি।

নতুন সিজনে সকলেই যোগদান করছেন জারাগোজার ফুটবল ক্লাবে। একইভাবে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসি। কিয়ান নাসিরি থেকে শুরু করে জিতেন্দ্র সিংয়ের মতো একাধিক ফুটবলারদের তরুণ ফুটবলারদের নিজেদের দলে টেনেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব।

এবার তাদের নজর গিয়ে পড়েছে কেরালা ব্লাস্টার্সের দাপুটে ফুটবলার রাহুল কেপির দিকে। এই মরশুমে ইভান ভুকোমানোভিচের তত্ত্বাবধানে কেরালা দলের হয়ে খেলেছিলেন এই ভারতীয় উইঙ্গার। নতুন সিজনে তাকে পেতেই ঝাঁপিয়েছে চেন্নাইন এবং বেঙ্গালুরু এফসি। যতদূর খবর, তাকে পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আইএসএল জয়ী বেঙ্গালুরু। অন্যদিকে, এই ফুটবলারকে পেতে অলআউট যাচ্ছে চেন্নাইন।