East Bengal: কেরালার বিরুদ্ধে জ‍্যাক জার্ভিসের সঙ্গে আর এক তারকার অভিষেক হতে চলেছে

Atul Unnikrishnan east bengal

অবশেষে ইস্টবেঙ্গলের (East Bengal) জার্সি গায়ে অভিষেক হতে চলেছে দুই ফুটবলারের। নিঃসন্দেহে দলের প্রথম একাদশে এই দুই ফুটবলার যোগ দেওয়ায় আরও শক্তিশালী হয়ে উঠবে ইস্টবেঙ্গল,সেই কথা বলাই বাহুল‍্য। ট্রান্সফার ব‍্যানের জন্যে কলকাতায় এলেও ইস্টবেঙ্গলের হয়ে এখনও অবধি ম‍্যাচ খেলতে পারেননি জ‍্যাক জার্ভিস। এই সমস্যার জেরে তিন চারটে ম‍্যাচ বসে কাটাতে হয়েছে তাকে।এরপর অবশ্য ট্রান্সফার ব‍্যান মিটে যাওয়ায় এখন আর খেলতে সমস্যা নেই জার্ভিসের।

শুক্রবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলের ম‍্যাচে প্রথম থেকে খেলতে নামবেন জার্ভিস। জার্ভিস আসায় ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ আরো শক্তিশালী হয়েছে বলা চলে। বিভিন্ন ম‍্যাচ গুলোতে আমরা দেখেছি আক্রমণ ভাগে একা পড়ে যাচ্ছে ক্লেটন সিলভা। গোল করার লোকের অভাব দেখা যাচ্ছে লাল হলুদ ব্রিগেডের। এখন জেক জার্ভিস আসায় সেই সমস্যা মেটে কিনা,এখন সেটাই দেখার বিষয়।

   

ঘরের মাঠে ম‍্যাচ, কিন্তু তা নিয়ে বাড়তি কোনও আবেগ ধরা পড়েনা ইস্টবেঙ্গলের সমর্থকদের । কারণ দলের হতশ্রী পারফরম্যান্স।আপাতত লিগের ভালো জায়গায় সেই করাটাই লক্ষ‍্য এই দলের। এখন সামনের ম‍্যাচ গুলোতে জয় পেয়ে সমর্থকদের মুখে হাসি ফেরানো টাই লক্ষ‍্য হয়ে দাড়িয়েছে ইস্টবেঙ্গলের।
লালচুননুঙ্গা কেরালা ম‍্যাচে খেলতে পারবেন না কার্ড সমস্যার জেরে। তার বদলে অতুল উন্নিকৃষনান খেলবেন এই ম‍্যাচে। এতোদিন ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে ছিলেন, আজকের ম‍্যাচে তার অভিষেক হতে চলেছে লাল হলুদ জার্সি গায়ে। এর আগে একটাই ম‍্যাচে পরিবর্ত হিসেবে খেলতে নেমেছিলেন।তবে আজকের ম‍্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে অতুল উন্নিকৃষনানের জন্যে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন