Turf Football: সোদপুরের এরিনা টার্ফের মাঠ নজর কাড়ছে ফুটবলপ্রেমীদের

বর্তমানে সময়ের সাথে সাথে যথেষ্ট উন্নত হচ্ছে প্রযুক্তি। যেটি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে ব্যাপকভাবে। প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তিগত উন্নতির ছোঁয়া লক্ষ্য করা যায় গোটা…

Turf Football sodepur

বর্তমানে সময়ের সাথে সাথে যথেষ্ট উন্নত হচ্ছে প্রযুক্তি। যেটি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে ব্যাপকভাবে। প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তিগত উন্নতির ছোঁয়া লক্ষ্য করা যায় গোটা বিশ্বে। বাদ যায়নি ক্রীড়া (Turf Football) ক্ষেত্রগুলি। সময়ের সাথে সাথে আমূল বদল এসেছে ফুটবল থেকে শুরু করে ক্রিকেট সহ অন্যান্য জনপ্রিয় খেলা গুলিতে। মাঠ হোক কিংবা ম্যাচ রেফারি। সব ক্ষেত্রেই পরিবর্তনের ছোঁয়া যথেষ্ট নজর কেড়েছে সকলের। শুধুমাত্র পশ্চিমের দেশগুলি নয়। ধীরে ধীরে সেগুলি বিস্তার পাচ্ছে অন্যান্য মহাদেশে। বিদেশি ফুটবলের ছোঁয়া  কলকাতা সহ শহরতলিতে এনে দিয়েছে কোপা এরিনা টার্ফ।

মাঠের ক্ষেত্রেও যথেষ্ট বদল লক্ষ্য করা যাচ্ছে ফুটবল মাঠে। কৃত্রিম ঘাসের মাঠ থেকে শুরু করে সমস্ত কিছু। এসবের মাঝেই দেশের ফুটবলপ্রেমী মানুষদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে সোদপুরের এরিনা টার্ফ। বিদেশি ফুটবল থেকে অনুপ্রাণিত হয়ে ৬ তলা বিল্ডিংয়ের ছাদে গড়ে তোলা হয়েছে এই টার্ফ ফিল্ড। বিল্ডিংয়ের উপরেই তৈরি হয়েছে বিশেষ ফুটবল মাঠ। তবে সাধারণ মাঠের তুলনায় এটির আকৃতিতে ছোট। সিক্স বা ফাইভ সাইড ফুটবল খেলার জন্য সোদপুরের এরিনা টার্ফ ভালো লোকেশন বলা যায়। রহিম আলির মতো ফুটবলাররা এসেছেন সোদপুরের এই টার্ফ ফিল্ডে। 

তবে সাধারণভাবে দলের খেলোয়াড়দের সংখ্যার তুলনায় খানিকটা কম থাকে এই মাঠের ফুটবল ম্যাচের ক্ষেত্রে। এরপরেও ওএনএক্স বিল্ডিংয়ের উপরের নির্মিত এই ফুটবল গ্রাউন্ড ফুটসলের ক্ষেত্রে যথেষ্ট পরিচিত। সাধারণ মাঠের মতোই এখানেও দুই পক্ষের দল নামিয়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই। যা ব্যাপকভাবে উপভোগ করতে পারেন সকলে।