
যুবভারতীতে সহজ জয় বাগানের। আজ, শনিবার ঘরের মাঠে ওডিশা এফসিকে (Odisha FC ২-০ গোলে পরাজিত করে সেমিতে স্থান করে নিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গোলদাতা হুগো বুমোস ও পেত্রাতোস। এবার মিশন সেমিফাইনাল। আগামী ৯ ই মার্চ গতবারের বিজয়ী হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে সবুজ-মেরুন ব্রিগেড।
আজ খেলার শুরু থেকেই বলের উপর দখল ছিল হুগো বুমোসদের। তবে গোলের মুখ খুলতে খানিকটা বেগ পেতে হয় বাগান খেলোয়াড়দের। কিন্তু ম্যাচের ৩৬ মিনিটের মাথায় দিমিত্রির তোলা কর্নার খানিকটা ফ্লিক করেন মনবীর, এরপরে সহজেই জোড়াল শটে বল জালে জড়িয়ে দেন হুগো বুমোস।
Into the Hero ISL semifinals! 🔥💚♥️#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/CcusjTn9rZ
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) March 4, 2023
তারপরে ম্যাচের ৫৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোল তুলে নেয় বাগান শিবির। এক্ষেত্রে জোড়ালো শটে গোল বল জালে পাঠিয়ে দেন দিমিত্রি। তবে গোলরক্ষকের চোট কিছুটা হলেও চিন্তায় রাখছে এটিকে ম্যানেজমেন্ট কে। আজকের ম্যাচে বিশালের বদলে আনোয়ার কে মাঠে নামানো হলেও আগামী ম্যাচ নিয়ে চিন্তায় সকলে।
ম্যাচের শেষের দিকে ওডিশা এফসির তরফ থেকে একাধিকবার কাউন্টার অ্যাটাক করা হলেও শেষপর্যন্ত বাগান রক্ষনের সামনে মাথা নোয়াতে হয় পেদ্রোদের। বলাবাহুল্য, দিনকয়েক আগে ও নকআউটে পৌঁছানো কে কেন্দ্র করে ব্যাপক জটিলতা দেখা দিয়েছিল সবুজ-মেরুন শিবিরের মধ্যে। তবে টানা দুই সপ্তাহে দুটি বড় জয়ের মাধ্যমে অনেকটাই বদলে গিয়েছে পরিস্থিতি।