গত ১৮ মার্চ গোয়ার ফর্তোদা স্টেডিয়ামে সুনীল ছেত্রী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে আইএসএল জিতেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ট্রফি হাতে পাওয়ার পর দলের বাকি খেলোয়াড়রা যখন সেলিব্রেশনে মজে, ঠিক তখনই সকলকে চমকে দিয়ে বান্ধবী সোনালের আঙুলে আংটি পড়িয়ে তাকে প্রপোজ করেন এটিকে মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল (Pritam Kotal)।
যা নজর কেড়েছে সকলের। তখন থেকেই সবার মনে একটাই প্রশ্ন ছিল, এবার কবে বিয়ের পিঁড়িতে বসবেন দুজনে ? জানা গিয়েছিল এপ্রিলের মাঝামাঝি সময়ে সোনেলার সঙ্গে বিবাহ সম্পন্ন করবেন দেশের এই ভরসাযোগ্য ডিফেন্ডার। অবশেষে এলো সেদিন। আজ বিয়ের আসরে একেবারে খাঁটি বাঙালিয়ানার ধাঁচে ধরা দিলেন দুজনে।
কিছু সময় আগেই বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে প্রকাশ্যে আসে তাদের বিয়ের ছবি। যেখানে পাত্র-পাত্রী দুজনকে দেখেই আপ্লুত নেটিজেনরা। বিয়ের ছবিতে সোনালি ডিজাইন করা সাদা পাঞ্জাবির পাশাপাশি লাল শাড়ি সহ মানান সই গহনায় সকলের নজর কাড়েন দুজনে। সেইসাথে বাগান অধিনায়কের মাথায় রয়েছে টোপর।
View this post on Instagram
উল্লেখ্য, আইএসএল জয়ের পর গোয়ার মাঠেই এঙ্গেজমেন্ট সম্পন্ন করেছিলেন দুজনে। তারপর আজ বিয়ে। তবে বিদেশের মাঠে এমন দৃশ্য সাধারন হলেও ভারতীয় ফুটবলের ক্ষেত্রে এটি একেবারেই নতুন।পরবর্তীতে এই নিয়ে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে সোনেলা বলেছিলেন, এটা আমার কাছে একেবারে সারপ্রাইজ ছিল। কখনো ভাবতেই পারিনি এরকম গিফট পাবো।
অন্যদিকে প্রীতম জানিয়েছিলেন, তিনি আগে থেকেই নাকি সব পরিকল্পনা করে রেখেছিলেন। যে জিততে পারলে একেবারে মাঠেই প্রপোজ করবেন। যেমন পরিকল্পনা তেমন কাজ। যা দেখে আপ্লুত ছিল সকলেই। তবে এবার জীবনের নতুন ইনিংস শুরু করার পথে এই নব