Savitri Jindal: জোরালো ধাক্কা কংগ্রেসে! ‘হাত’ ছেড়ে ‘পদ্ম’ শিবিরে দেশের সবথেকে ধনী মহিলা

লোকসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততোই একের পর এক ধাক্কা খেতে হচ্ছে কংগ্রেস শিবিরকে৷ এবার দেশের সবথেকে ধনী মহিলা সাবিত্রী জিন্দল কংগ্রেস ছাড়ার কথা…

Savitri Jindal Former Haryana minister

লোকসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততোই একের পর এক ধাক্কা খেতে হচ্ছে কংগ্রেস শিবিরকে৷ এবার দেশের সবথেকে ধনী মহিলা সাবিত্রী জিন্দল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করলেন৷ ওপি জিন্দল গ্রুপের চেয়ারম্যান এবং হরিয়ানার প্রাক্তন মন্ত্রী সাবিত্রী জিন্দল বুধবার গভীর রাতে ঘোষণা করেছেন যে তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিতে চলেছেন৷

আরও পড়ুন: Savitri Devi: শিল্পপতি মিত্তাল ও প্রেমজির থেকেও বেশি সম্পদ সাবিত্রীর, কে তিনি?

বুধবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট তিনি জানান, নিজের পরিবারের পরামর্শে তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ তিনি ওই পোস্টে লিখেছেন, ‘একজন বিধায়ক হিসেবে আমি ১০ বছর ধরে হিসারের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেছি এবং একজন মন্ত্রী হিসেবে নিঃস্বার্থভাবে হরিয়ানা রাজ্যের সেবা করে গিয়েছি৷ হিসারের জনগণ আমার পরিবার এবং সেই পরিবারের পরামর্শেই আজ কংগ্রেসের সদস্যপদ থেকে পদত্যাগ করছি৷’

তিনি আরও লেখেন যে, ‘কংগ্রেস নেতৃত্বের সমর্থনের জন্য, আমাকে সম্মান দেওয়ার জন্য সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞ থাকব৷’

savitri jindal x handle post

কিন্তু জানেন কি এই সাবিত্রী জিন্দলের সম্পত্তির পরিমাণ কত? ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স (Bloomberg Billionaires Index) অনুযায়ী, ২০২৪-এর ২৮ মার্চ পর্যন্ত সাবিত্রীর মোট সম্পত্তির (Savitri Jindal Net Worth) পরিমাণ ভারতীয় মুদ্রায় ২.৪৭ লক্ষ কোটি টাকার কাছাকাছি৷ দেশের সবথেকে ধনী মহিলাদের তালিকায় তাঁর নাম সর্বাগ্রে আসে৷ বিশ্বে কোটিপতিদের তালিকায় তাঁর স্থান ৫৬ নম্বরে৷

আরও পড়ুন: Loksabha Election 2024: ‘একজনকে ছেড়ে কংগ্রেসের সবাইকে দলে নেবো’, ভোটের আগে দাবি মুখ্যমন্ত্রীর

ওপি জিন্দল গ্রুপের চেয়ারপার্সন সাবিত্রী জিন্দল বিধায়ক এবং মন্ত্রী রূপে একটা বড় সময় জনসেবা করেছেন৷ ২০০৫ সালে এক বিমান দুর্ঘটনায় তাঁর স্বামী ওপি জিন্দলের মৃত্যু হয়৷ এই OP Jindal Group-এবং এর ব্যবসা আজ সর্বজনবিদিত৷ স্টিল, ইনফ্রাস্ট্রাকচার, সিমেন্ট, পেইন্ট সেক্টর এমনই বিভিন্ন ব্যবসা রয়েছে এই সংস্থার৷