Loksabha Election 2024: ‘একজনকে ছেড়ে কংগ্রেসের সবাইকে দলে নেবো’, ভোটের আগে দাবি মুখ্যমন্ত্রীর

লোকসভা ভোটের (Loksabha Election 2024) আবহে এবার বড় মন্তব্য করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তিনি এমন এক ইঙ্গিত দিয়েছেন যা শুনে…

লোকসভা ভোটের (Loksabha Election 2024) আবহে এবার বড় মন্তব্য করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তিনি এমন এক ইঙ্গিত দিয়েছেন যা শুনে চরম অস্বস্তিতে পরতে পারে কংগ্রেস (Congress) দল। মুখ্যমন্ত্রী এমন কিছু বলেছেন যা রাজনৈতিক আলোড়ন সৃষ্টি করেছে।

লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বলেছেন, কংগ্রেসকে ভোট দিয়ে কোনও লাভ নেই, কারণ কেউ জিতলেও তিনি বিজেপিতে আসবেন। কংগ্রেসিরা কংগ্রেসে থাকবেন কি থাকবেন না, তা নিয়েও সংশয় রয়েছে, কারণ সকলেই বিজেপিতে যোগ দিতে চাইছেন। আসামের করিমগঞ্জ জেলায় দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কংগ্রেসের কোনও প্রার্থী দলে থাকতে চান না, সবাইকে বিজেপিতে যোগ দিতে হবে। কংগ্রেসে একজন বাদে যে সব প্রার্থীই জিতবে, আমি সব প্রার্থীকে বিজেপিতে নিয়ে আসব।’ তবে কাকে কাকে দলে নিয়ে আসবেন তা নিয়ে মুখ খুলতে চাননি বিজেপি নেতা।

আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস কর্মীরাও প্রধানমন্ত্রী মোদীকে ভোট দেবেন বলে জানিয়েছেন তিনি। হিমন্ত বিশ্ব শর্মা জানান, ‘আমরা রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নের জন্য কাজ করছি। সংখ্যালঘুরা আমাদের ভোট দেবেন।’ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট উত্তর-পূর্বের ২৫টি লোকসভা আসনের মধ্যে ২২টিতে জয়লাভ করবে।’