Transfer Window: ট্রান্সফার মার্কেটে তুরুপের তাস পেয়ে গেল মুম্বই!

আসন্ন ইন্ডিয়ান সুপার লীগে একাধিক নতুন বিদেশি ফুটবলারকে খেলতে দেখা যাবে। মুম্বই সিটি এফসি ( Mumbai City FC) দল বদলের বাজারে (Transfer Window) চমক দিয়েছে।

Yoell van Nieff has been included in the squad by Mumbai City FC

আসন্ন ইন্ডিয়ান সুপার লীগে একাধিক নতুন বিদেশি ফুটবলারকে খেলতে দেখা যাবে। মুম্বই সিটি এফসি ( Mumbai City FC) দল বদলের বাজারে (Transfer Window) চমক দিয়েছে। নেদারল্যান্ডসের এক ফুটবলারকে দলে নিয়ে বাণিজ্য নগরীর এই দল। খাতায় কলমে ভারতীয় ফুটবলে নবাগত এই বিদেশি ফুটবলারের পরিসংখ্যান খারাপ নয়, ক্লাব পারফরম্যান্স ভালই। আবার দারুণ লেভেলে ফুটবল খেলেছেন এমনটাও বলা যায় না। সব মিলিয়ে মুম্বই সিটির এই বিদেশি খেলোয়াড় আপাতত মিস্ট্রি ফুটবলার।

Yoell van Nieff কে স্কোয়াডে সামিল করেছে মুম্বই সিটি এফসি। নেদারল্যান্ডসের এই ফুটবলার একাধিক পজিশনে খেলতে পারেন; ইউটিলিটি ফুটবলার। মাঝমাঠের পাশাপাশি ডিফেন্স করার ব্যাপারে দক্ষতা রয়েছে তার। বয়স খুব বেশি নয়, ৩০ বছর। ভারতীয় ফুটবল আঙিনায় ভালো কিছু করে দেখালে আগামী কয়েক বছরের জন্য মুম্বই সিটির অ্যাসেট হয়ে উঠতে পারেন তিনি।

   

মুম্বই সিটিতে যোগ দেওয়ার আগেই হয়তো কেরিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন Yoell van Nieff। পুস্কাস AFC এর হয়ে খেলেছেন একশোর বেশি ম্যাচ। হাতে গোনা কিছু গোলও করেছেন। ২০১৯-২০২৩ পর্যন্ত হাঙ্গেরির এই নামকরা ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এই ডাচ ফুটবলার। ২০১৯-২৩, এই সময়কালে পুস্কাস AFC বড় সিদ্ধান্ত কোনো ট্রফি না জিতলেও দল হিসেবে রেকর্ড বেশ ভালো। হাঙ্গেরির প্রথম সারির ফুটবল টুর্নামেন্ট জেতার খুব কাছে পৌঁছে গিয়েছিল দল।

এশিয়ান ফুটবল সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা নেই মুম্বই সিটি এফসির নতুন এই ফুটবলারের। কেরিয়ারে খুব বেশি ক্লাব তাকে বদল করতে হয়নি। নিজের দেশের কিছু ক্লাব এবং হাঙ্গেরির মধ্যে সীমাবদ্ধ থেকে তার ফুটবল জীবন। ভারতীয় ফুটবল তার কাছে হতে চলেছে একেবারে নতুন ব্যাপার। ক্লিক করলে হয়ে উঠতে পারেন অপরিহার্য ফুটবলার। আর মানিয়ে নিতে না পারলেও দ্রুত গুছিয়ে নিতে হবে ব্যাগ।