ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের টেস্ট দল? আসুন, দেখা যাক

বুধবার ডোমিনিকায় উইন্ডসর পার্কে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলে ভারত তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে।

India vs West Indies

বুধবার ডোমিনিকায় উইন্ডসর পার্কে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলে ভারত তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে।

প্রথম টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে দেখা যাক:
রোহিত শর্মা: ভারতীয় অধিনায়ক টেস্ট বিশ্বকাপে আশানুরূপ রান করতে পারেননি। আশা করা যায় তিনি ভারতের ব্যাটিংকে এইবার শক্তিশালী করে তুলবেন, চেষ্টা করবেন বড়ো রান করে শুরুটা মজবুত করার।

যশশ্বী জয়সওয়াল: ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ভালো খেলে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন যশশ্বী জয়সওয়াল। রোহিতের সাথে তাঁর ওপেন করা একপ্রকার নিশ্চিতই। প্রথম সুযোগে ছাপ রেখে যেতে চাইবেন তিনি।
শুভমন গিল: আইপিএলে ভালো খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট বিশ্বকাপে চমকপ্রদ কিছুই করতে পারেননি তিনি। তিন নম্বরে এসে ছন্দে ফিরে আসার চেষ্টাই করবেন তিনি।

বিরাট কোহলি: বলা বাহুল্য, তিনিও টেস্ট বিশ্বকাপে তেমন কিছুই করতে পারেননি তিনি। প্রথম ইনিংসে ১৪ এবং দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করে থেমে যায় তাঁর ব্যাট। ২০২২এ তাঁর ব্যাটে ফিরে আসা আগুন ক্ষণিকের জন্য থমকে গেলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আবার জ্বলে উঠবে বলেই আশা করা যায়।

অজিঙ্ক্য রাহানে: ঘরোয়া ক্রিকেটে এবং পরে আইপিএলে ভালো খেলার টেস্ট দলে সুযোগ পান তিনি। আশাহতও করেননি তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠ কামড়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহ অধিনায়ক হয়ে ফিরে আসেন রাহানে। যে ছন্দে বর্তমানে তিনি রয়েছন, তাঁর থেকৃ বড়ো রান আশা করাই যায়।

ঈশান কিশান: গ্লাভস হাতে ভালো হলেও ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি কে এস ভরত। ফলে দ্বিতীয় উইকেটকিপিং বিকল্প হিসেবে ঈশান কিশানকে বাজিয়ে দেখতে পারে দল। বিশেষত ব্যাটিং বিভাগকে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে টেস্ট দলে অভিষেক হতে পারে কিশানের।

রবীন্দ্র জাডেজা: ভারতে বর্ডার গাভাস্কার ট্রফিতে এবং টেস্ট বিশ্বকাপেও বল হাতে অসামান্য খেলেছিলেন “বোলার” জাডেজা। ব্যাট হাতে টেস্ট বিশ্বকাপের প্রথম ইনিংসে করেছিলেন ৪৯ রান। তাঁকে দল থেকে কিছুতেই বাদ দেওয়া না গেলেও ব্যাট হাতেও পুরো দমে জাডেজাকে ফিরে পেতে চাইবে দল।

রবিচন্দ্রন অশ্বিন: টেস্ট বিশ্বকাপে দলে না থাকলেও শেষ বর্ডার গাভাস্কার ট্রফিতে সিরিজ সেরা হয়েছিলেন এই সিনিয়র স্পিনার। টেস্ট বিশ্বকাপে হেরেও যায় ভারত। ফলে এইবার তাঁকে দলে না রাখার ঝুঁকি নেবে না ভারত, বিশেষত যেখানে ডমিনিকার পিচ সম্পূর্ণভাবে তাঁর উপস্থিতিকে সমর্থন করছে।

শার্দুল ঠাকুর: টেস্ট বিশ্বকাপের প্রথম ইনিংসে ৫১ রান অনেকটা সাহায্য করেছিলেন তিনি। তাছাড়াও পেস আক্রমণকে শক্তিশালী করার জন্য তাঁকে দরকার হবে দলের।
মহম্মদ সিরাজ: টেস্ট বিশ্বকাপে নজরকাড়া বোলিং করেন তিনি। শামির অনুপস্থিতিতে তাঁর কাঁধেই সবচেয়ে বেশি দায়ভার থাকবে।
জয়দেব উনদকাট: সিরাজকে সহায়তা প্রদানের জন্য দরকার তাঁকে দলে।